স্বাধীনতা বিরোধি রাজাকারদের তালিকা প্রকাশ (নামসহ)
প্রকাশিত হয়েছে : ৮:০১:৩৯,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৬২০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মহান বিজয় দিবসকে সামনে রেখে স্বাধীনতা বিরোধিতাকারী রাজাকারদের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রাজাকারদের তালিকা প্রকাশ করেন। নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধ বিরোধীদের পরিচয় করিয়ে দিতেই মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।
প্রকাশিত তালিকা দেখতে ভিজিট করুন https://drive.google.com/file/d/16D1fch1j55NvTT0S0QCAj5r1LK3t71v0/view
১৯৭১ সালের এপ্রিলে অনানুষ্ঠানিকভাবে রাজাকার বাহিনী গঠন করা হয়। রাজাকার বাহিনীর সদস্য হিসেবে যারা ১৯৭১ সালে ভাতা নিয়েছেন বা যাদের নামে অস্ত্র ছিলো তাদের নাম পরিচয় ও ভূমিকাসহ তখন জেলা প্রশাসন ও পুলিশের গোয়েন্দা সংস্থা তালিকা সংগ্রহ করেছিলো। সেসব তথ্য উপাত্তও রাজাকারের তালিকা তৈরিতে কাজে লেগেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এসময় মন্ত্রী জানান, জামায়াতে ইসলামীসহ স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় থাকাকালে অনেক রেকর্ড সরিয়ে ফেলা হয়েছে।