এক কেজি পেঁয়াজের ভাড়াই ১৫০ টাকা!
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:২২,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪২৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিমানে করে দেশের মাটিতে আসা এক কেজি পেঁয়াজের ভাড়া পড়েছে ১৫০ টাকা।
জরুরিভিত্তিতে প্লেনে করে আমদানি করা পেঁয়াজের দাম বাদ দিয়েই শুধু পরিবহন খরচ ১৫০ টাকার মতো লেগেছে, তার পরও দেশের মানুষের উপকার করার জন্য প্লেনে করে পেঁয়াজ এনেছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, যদি আমাদের জোগান ঠিক থাকত তা হলে এত দাম বাড়ত না।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ব্যবসায়ী ও ক্রেতার স্বার্থ সংরক্ষণে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় পেঁয়াজের দামবৃদ্ধিতে ব্যবসায়ীদের দায়ী করেন মন্ত্রী।
তিনি বলেন, গত সেপ্টেম্বরের শেষের দিকে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার পর সন্ধ্যায় ঢাকায় পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। রফতানি ঘোষণার বন্ধের পর এ পেঁয়াজ আসেনি। পেঁয়াজ আমদানি বন্ধের সুযোগে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেন।
পবিত্র রমজান মাস এলে সেসব অসাধু ব্যবসায়ী এভাবেই পণ্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা লাভ করে থাকেন।
টিপু মুনশি বলেন, পৃথিবীর অনেক দেশে ধর্মীয় উৎসবের সময় পণ্যের মূল্য কমিয়ে ভোক্তাদের সহযোগিতা করা হয়। আমাদের দেশে পবিত্র রমজান এলেই পণ্যের মূল্য বাড়ার প্রবণতা দেখা যায়। এ অবস্থা মোকাবেলায় ভোক্তাদেরও সচেতন হতে হবে।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।