এবার বরিশালে স্কুলের বারান্দায় শিক্ষিকাকে মারধরের ভিডিও ভাইরাল!
প্রকাশিত হয়েছে : ২:০৫:১৪,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৭১৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের ত্রিপুরায় একটি উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় অভিাভাবক কর্তৃক মারধরের ভিডিও ভাইরালের পর এবার বরিশালে একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় সিনিয়র শিক্ষিকাকে জুনিয়র শিক্ষিকার মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও ক্ষোভ বিরাজ করছে।
অনাকাঙ্খিত এ ঘটনাটি শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৯৩ নম্বর পশ্চিম কমিশনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট আরও খবর
ত্রিপুরায় স্কুল আঙ্গিনায় শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল!
জানা গেছে, বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন দুই শিক্ষিকার মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রেণি কক্ষের দরজা বন্ধ করে হঠাৎ জ্যেষ্ঠ শিক্ষিকাকে মারধর করে সহকারী জুনিয়র শিক্ষিকা। এসময় চিৎকার শুনে বিদ্যালয়ের শিক্ষিকাসহ আশপাশের লোকজন জড়ো হন। পরে সবার সামনে জ্যেষ্ঠ শিক্ষিকাকে মারধর করেন জুনিয়র শিক্ষিকা।
অভিযুক্ত ওই জুনিয়র শিক্ষিকার নাম মোসা. লিপি বেগম। লিপি ৯৩ নম্বর পশ্চিম কমিশনার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।
শিক্ষিকাকে জুনিয়র শিক্ষিকা কর্তৃক শিক্ষার্থী ও স্থানীয়দের সামনে মারধরের বিষয়টি নৈতিকতার অবক্ষয় বলে মনে করছেন স্থানীয়রা। এ ঘটনা উপজেলা শিক্ষা অফিস তদন্ত করে প্রতিবেদন জেলা শিক্ষা কার্যালয়ে জমা দিয়েছে। এ বিষয়ে আহত শিক্ষিকা থানায় অভিযোগ দিয়েছেন।
তিনি বলেন, ‘সহকারী জুনিয়র শিক্ষিকা চলতি বছরের মার্চে বিদ্যালয়ে আসেন। তার বাড়ি মুলাদী হলেও থাকেন বরিশালে। বিদ্যালয়েও অনেক বিলম্বে আসেন। ইচ্ছে মতো চলার কারণে শিক্ষা অফিসকে আগেও জানানো হয়েছে। এবিষয়ে তাকে কিছু বললে তিনি রেগে যান। এর আগে আমার বিরুদ্ধেও বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছেন।’
এ বিষয়ে অভিযুক্ত সহকারী জুনিয়র শিক্ষিকা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষিকার অপরাধের বিষয়ে শিক্ষা অফিসে অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনার ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয় কে বা কারা। তাতে দেখা গেছে, জুনিয়র ওই শিক্ষিকা জ্যেষ্ঠ শিক্ষিকাকে উপুড় করে দুই পায়ের মধ্যে আটকে ধরেছেন। এক হাত দিয়ে মাথা চেপে ধরে অন্য হাত দিয়ে থাপ্পড় দিয়ে যাচ্ছেন। এ সময় অন্য এক নারী তাদের ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। ঘটনার সময় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা দাঁড়িয়ে দেখেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, ঘটনার পর স্থানীয়রা আহত শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে তিনিও হাসপাতালে যান। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল লতিফ মজুমদার।
মারধরের ভিডিও