সিলেট-জকিগঞ্জ সড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত
প্রকাশিত হয়েছে : ১২:০৭:০৮,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাইয়ে বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত পথচারীর নাম তাজেল আহমদ (২৪)। সে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের ইয়াছিন আলীর পুত্র। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া তাজেলকেও চাপা দেয় । এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ‘যাত্রীবাহী বাসটি ওভারটেক করতে গিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং বাসের চাপায় পথচারীর মৃত্যু হয়।’
নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।