গোলাপগঞ্জে ২৩ শহীদ স্মৃতি সংসদের ৫ দিন ব্যাপি অনুষ্ঠানের সমাপ্তি
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:১০,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৮৬৬ বার পঠিত
গোলাপগন্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন বলেছেন -জাতির জনককে হত্যার পর ইতিহাসের চাকা উল্টো দিকে ঘুরে গেছে। পাকিস্তানি দালালরা আবার প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে,এখনো তারা অত্যান্ত সবল। আমাদেরকে এখনো সংবিধানের মুল চেতনায় ফিরে যাবার জন্য আন্দোলন করতে হয়। তাই বিশেষ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনতে হবে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। দেশের দূর্ভাগ্য এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় না। এখনো আমরা বলি গান গাওয়া হারাম। এই ধরনের চেতনা নিয়ে একটি জাতি কখনো এগিয়ে যেতে পারে না। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনায় দেশটি এগিয়ে যাবে। সেইজন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে হবে। দ্বিতীয় মুক্তিযুদ্ধ হচ্ছে “মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলার যুদ্ধ”। তিনি আরো বলেন, আজকে যারা তরুন তারাই আগামী দিনে দেশের হাল ধরবে। তারাই শহীদদের স্বপ্নের দেশ গড়বে। তাদের সামনে থাকবে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে আমরা আশাবাদি। তিনি বুধবার রাতে গোলাপগন্জের সুন্দিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৩ শহীদ স্মৃতি সংসদ আয়োজিত ৫ দিন ব্যাপি অনুষ্ঠানে সমাপনি দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন। ২৩ শহীদ স্মৃতি সংসদের সভাপতি গোলাপগন্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এম,এ ওয়াদুদ এমরুল এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্হীত ছিলেন গোলাপগন্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক আহমদ বিশে্ষ অতিথি হিসেবে উপস্হীত ছিলেন সিলেট পল্লিবিদ্যুৎ সমিতির ২ এর পরিচালক আব্দুল আহাদ,গোলাপগন্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ফখরুল ইসলাম,জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ২৩ শহীদ স্মৃতি সংসদের সাধারন সম্পাদক শাহজাহান আহমদ লিটন ও ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান রাজন। শুভেচ্ছা বক্তব্য রাখেন- সুন্দিশাইল ওয়ার্ডের ইউপি ক্রিড়া সস্পাদক সাইদুজ্জামান রাজন ও উপদেষ্টা ফখর উদ্দিন। ২৩ শহীদ স্মৃতি সংসদের যুগ্ন সাধারন সম্পাদক গুলজার আহমদ রাসেল, সহ সাধারন সম্পাদক নাহিদ হাসান রাব্বি ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান সাব্বিরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আছদ্দর আলী জালালী,বীর মুক্তিযোদ্ধা মাষ্টার খলিলুর রহমান, আব্দুর রহমান ইউপি সদস্য কামরান আহমদ, মতিউর রহমান তুহিন,সাংবাদিক গোলাম মুহতাম্মিম নায়িম।
অনুষ্ঠানে সকল বিশেষ অতিথিগণ ২৩ শহীদ স্মৃতি সংসদের মুক্তিযুদ্ধের এই অনুষ্টানকে মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া, তাদের দেশ প্রেমকে জাগ্রত করার একটি ভাল উদ্যোগ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন ২৩ শহীদ স্মৃতি সংসদের কা্র্যনির্বাহী সদস্য রাহিন আহমদ , আফসার আহমদ,জাকের আহমদ তুহিন,মিনহাজ নাদিল, আহমদ,মনসুর আহমদ চৌধুরী,ওলি আহমদ,আনোয়ার হোসেন,সাব্বির আহমদ,ওয়াহিদ হাসান অভি,মাসহুদ আহমদ চৌধুরী সানি,এজেড রাফি,জাফর আহমদ, কামরান আহমদ খিজির,জাকির আহমদ লিকছন,আলীম উদ্দিন,রুহেল আহমদ,গোলাপগন্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কাওসার আহমদ,শাহ আমজাদ লাভলু,আরফাত হোসেন অমি,শুভ আহমদ,রাজু আহমদ, মাসহুদ আহমদ, গোলাপগন্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রিড়া সম্পাদক ওয়াহিদুল গোলাপ,আমুড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফরহাদ আহমদ, যুগ্ন সম্পাদক জহির রায়হান,আব্দুল্লা আল জাবের,সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ প্রমূখ। সভা শেষে যুক্তরাষ্ট্র প্রবাসী হোসেনুজ্জামান চৌধুরী শিপু ও যুক্তরাজ্য প্রবাসী সামসুল ইসলাম শামসু মিয়ার সৌজন্যে হাজারো দর্শকের উপস্হীতিতে এক সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয় এতে সঙ্গীত পরিবেশন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলতাফ হোসেন, ক্ষুদে গানরাজ ফাতেমা আক্তার জেনি, বাউল সম্রাট আজিজ মোহাম্মদ,পল্লব ও শিশু শিল্পি সিয়াম লস্কর,প্রমূখ।