সিসিক মেয়র আরিফের হুমকি দাতা ঢাকায়!
প্রকাশিত হয়েছে : ১:২২:০৪,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৭৯০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে ঢাকার সাভার থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ কল ট্র্যাকিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে।
জানা গেছে, গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পর পর দুটি নম্বর (০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১) থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি প্রদান করা হয়। পরে মেয়রের পক্ষে সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব নগরীর কোতোয়ালী থানায় জিডি দায়ের করেন।
জিডি দায়েরের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। মোবাইল ফোনের কল ট্র্যাকিংয়ের মাধ্যমে হুমকিদাতার অবস্থান সনাক্ত করা হয় ঢাকার সাভার।
মেয়রের পক্ষে জিডি দায়েরকারী সিসিকের জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘পুলিশের কাছ থেকে আমরা জানতে পেরেছি, হুমকিদাতারা মেয়র মহোদয়কে হুমকি প্রদানের সময় ঢাকার সাভার এলাকায় অবস্থান করছিল।’
এ বিষয়ে নগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা বলেন, ‘পুলিশ এখন হুমকিদাতাদের পুরো নাম-পরিচয় জানতে কাজ করছে।’
এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘শনিবার সকালে সিটি করপোরেশনের স্কুলের জন্য শহরতলির লাক্কাতুরায় জায়গা দেখতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে ওই দুটি নাম্বার থেকে কল করে গালিগালাজ করা হয়। তারা হত্যার হুমকিও দেয়। নিজেদের পরিচয় দেয়নি তারা। আমি তাদেরকে বলি, আমাকে মারতে হলে সামনে আয়। শহরে ফেরার পরও তারা বারবার কল করছিল। বাধ্য হয়ে থানায় জিডি করি।’