ক্যাসিনো থেকে নেপালিদের পালাতে সহযোগিতা, দুই পুলিশ বরখাস্ত!
প্রকাশিত হয়েছে : ২:১০:৫১,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ক্যাসিনো ব্যবসায় জড়িত নেপালি নাগরিকদের পালিয়ে যেতে সহায়তার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এছাড়া পুলিশের কেউ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ ব্যাপারে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর ফকিরাপুল এলাকায় বেশ কয়েকটি অবৈধ ক্যাসিনোতে অভিযান চালায় র্যাব। সে সময়ের সিসিটিভি ফুটেজে দেখা কয়েকজন নেপালি নাগরিক ভবনের পেছনের একটি লিফট দিয়ে পালিয়ে যাচ্ছেন। তাদের সহায়তা করছিলেন ওয়াকিটকি হাতে তিন ব্যক্তি। মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছেন, তিনজনের দু’জন রমনা থানার কনস্টেবল দীপঙ্কর চাকমা ও রাজারবাগ পুলিশ হাসপাতালে কর্মরত এএসআই মিঠু। এদের মধ্যে দীপঙ্কর ঘটনার পর থেকেই থানায় অনুপস্থিত ছিলো।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের ঐ পুলিশ কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের কথা জানিয়ে কমিশনার বলছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বরখাস্ত যে দুজন হয়েছেন, সিসিটিভিতে আপনারা দেখেছেন যে, তাদের উপস্থিতির একটা বিষয় এসেছিলো। একটি গোয়েন্দা সংস্থার লোক এবং আমাদের লোক সেখানে গিয়েছিলো। এত বড় একটা অভিযান পরিচালনা করা হচ্ছে সেখানে আমাদের দুজন মানুষ সন্দেহজনক আচরণ করেছে। সেজন্য আমরা তাদের বরখাস্ত করেছি।
এছাড়া ক্যাসিনো ব্যবসায় গোয়েন্দা পুলিশের একজন পরিদর্শক ও একজন উপ-পরিদর্শকের জড়িত থাকার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তাদের একজনকে বলা হচ্ছে ক্যাসিনো ক্যাশিয়ার। এ বিষয়ে প্রশ্নের জবাবও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, যদি কেউ লাভবান হয়েও থাকে, যিনি দিয়েছেন তিনিও স্বীকার করবেন না, যিনি নিয়েছেন তিনিও স্বীকার করবেন না; যেহেতু দুই পক্ষই লাভবান হয়েছে। ফলে এরকম কংক্রিট কোনো তদন্ত করা কঠিন কাজ। আমাদের গোয়েন্দারা মাঠে কাজ করছেন। আমি কমপ্লিট একটি চিত্র তাদের কাছে চেয়েছি। কিছু প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।
এদিকে ক্যাসিনো মামলা তদন্তে আলাদা একটি টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির একটি সূত্র।