আইনজীবীদের ধন্যবাদ জানাতে ‘মিন্নি’ ঢাকায়!
প্রকাশিত হয়েছে : ১:৪০:০৪,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় জামিনে থাকা নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ঢাকায় আসছেন। হাইকোর্টে নিঃস্বার্থভাবে আইনি লড়াই করা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই মূলত ঢাকায় আসছেন তিনি।
শনিবার (২১ সেপ্টেম্বর) মিন্নির পরিবার ও আইনজীবীদের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শনিবার বিকেলে মিন্নি বাবার সঙ্গে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মিন্নির একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সুপ্রিম কোর্টে এসে মিন্নি তার প্রধান আইনজীবী জেড আই খান পান্নার চেম্বারে সব আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে আদালতের নিষেধ থাকায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না তিনি।
প্রসঙ্গত, গত ২৬ জুন বরগুনা জেলা শহরের কলেজ রোডে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় নামে। এরপর ২ জুলাই এ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন। মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে মামলায় ১ নম্বর সাক্ষী করা হয়।
কিন্তু মিন্নির শ্বশুরই পরে হত্যাকাণ্ডে পুত্রবধূর জড়িত থাকার অভিযোগ তোলেন। এরপর ১৬ জুলাই মিন্নিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে সেদিন রাতে তাকে রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পান মিন্নি।