কীনব্রিজ খুলে না দিলে অপর দুই ব্রিজ বন্ধের হুমকি!
প্রকাশিত হয়েছে : ৫:৪৮:৫৩,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৮২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট নগরীর প্রাচীনতম কীনব্রিজ যান চলাচলের জন্য খুলে না দিলে সুরমার উপরের শাহজালাল ও কাজিরবাজার ব্রিজ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন দক্ষিণ সুরমা এলাকাবাসাী।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে ভার্থখলা, ঝালোপাড়া এলাকাবাসী ও ব্যবসায়ীদের যৌথ ব্যানারে এক মতবিনিময় সভায় এমন হুশিয়ারী দেন বক্তারা।
ভার্থখলা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মিছবাহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, দক্ষিণ সুরমার মুরুব্বীদের সাথে আলাপ না করে একক সিদ্ধান্তে মেয়র আরিফুল হক চৌধুরী কীনব্রিজ বন্ধ করেছেন। এর জবাব তাকেই দিতে হবে। ব্রিজ বন্ধ করে দেয়ার ১৫ দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত সংস্কারের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। বিকল্প ব্যবস্থা না করে কীনব্রিজ বন্ধ করা একটি হটকারী সিদ্ধান্ত। মানুষের দুর্ভোগ লাগবে অতিসত্ত্বর কীনব্রিজ দিয়ে যান চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে বক্তারা হুশিয়ারী দেন অন্যথায় শাহজালাল ব্রিজ ও কাজিরবাজার ব্রিজ বন্ধ করে দেয়া হবে।
সভায় স্থানীয় এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।