ধর্ম যার যার উৎসব সবার, এমন সম্প্রীতির বাংলাদেশ চান প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩:৫৭:১২,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৬৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার তবে উৎসবে সবাই মিলে উচ্ছ্বাস করবে এমন বাংলাদেশই কাম্য। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকারের অঙ্গীকার আবারো স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সব ধর্মের মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন দেশে সবার সমান অধিকার রয়েছে। সনাতন ধর্মের অনুসারীদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থনেই রাষ্ট্র পরিচালনা করছে সরকার। রাষ্ট্রে যোগ্যতার ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
বুধবার (৪সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষ্যে গণভবনের লনে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। সারাদেশের পূজা উদযাপন পরিষদ ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের হাজার হাজার নেতাকর্মী দুপুরে উপস্থিত হন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে। অর্পিত সম্পত্তির সমস্যা নিরসনে কমিশন গঠন ও দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে দু’দিন করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সব মানুষ মর্যাদা নিয়ে বাঁচবে, যার যার মতো ধর্ম পালন করবে। আবার উৎসবে সবাই এক সঙ্গে উচ্ছ্বাস করবে এমন সম্প্রীতির বাংলাদেশই সবার কাম্য। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা নির্যাতনের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সব ধর্মের অনুসারীদের স্বাধীনভাবে ধর্ম পালনের ওপর জোর দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য আওয়ামী লীগ সরকার বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার বিরোধী দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাষ্ট্রের প্রতি ক্ষেত্রেই যোগ্যতার ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা রাখতে দেশবাসীর সমর্থন ও সহায়তা চান শেখ হাসিনা।
কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।