গোলাপগঞ্জে এক কিশোরীর নিখোঁজ সংবাদ দিয়ে আরেক কিশোরীকে ব্ল্যাকমেল!
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:৪৬,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৮২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ হেতিমগঞ্জের এক কিশোরী নিখোঁজের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়া হয়েছে। লেখা হয়েছে নিখোঁজ কিশোরীর বোন নাকি তার ফেসবুকে এ স্ট্যাটাস দিয়েছেন। সাথে তার পিতার মোবাইল নাম্বারও দেয়া হয়েছে। পোস্ট করা হয়েছে কিশোরীর ছবিও। এমন একটি স্ট্যাটাস পোস্ট করা হয়েছে ‘গোলাপগঞ্জের ডাক’(Golapgonjer Dak) নামে একটি ফেসবুক আইডি থেকে।
শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিয়ে জানতে ঐ নাম্বারে কল দেয়া হলে অপরপ্রান্ত থেকে একজন কিশোরী বলেন রং নাম্বার। বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা ফাইজলামি করে আমার নাম্বার দিয়ে পোস্ট দিয়েছে। এরকম কোন ঘটনা আমাদের ঘটেনি বা এই নামে আমার কোন ফেসবুক আইডি নেই। তিনি আরো বলেন, আমার নাম্বার দিয়ে কেউ ব্ল্যাকমেইল করছে।
সাথে সাথে গোলাপগঞ্জের ডাকের তথ্যমতে নিখোঁজের বোনের দেয়া ফেসবুক আইডি সার্চ দিলে এ নামে কোন আইডি বা এমন কোন সংবাদও পাওয়া যায়নি।
‘আমাদের প্রতিদিন’ পাঠকদের জন্য ‘গোলাপগঞ্জের ডাক’ (Golapgonjer Dak) নামে ফেসবুক আইডিতে পোস্ট করা স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
############
একটি নিখোঁজ সংবাদ।
গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পাল বাড়ির আল মাসুম সাহেবের মেয়ে জাহেদা খানের আবেগগণ স্টাটাস হুবহু তুলে ধরা হলো-
আমার ছোট বোন সোমাইয়া গত ২৬ অগাস্ট ২০১৯ ইংরেজি রোজ সোমবার সকালে সিলেট যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
আমাদের আত্মীয়র বাসায় যাওয়ার জন্য বের হয়ে যায় এর পর থেকে আর তার সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।
এ দিকে তার মোবাইল বন্ধ অনেক খুজাখুজির পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি!
যদি আপনারা কেউ তাহাকে কোনো জায়গায় দেখতে পারেন তবে এই মোবাইল নম্বর এ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি !!
০১৭৫২৮—– (বাকি অংশ কেটে দেয়া হলো)
অথবা সরাসরি আমার ভাই,
অথবা আমার বাবার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করছি!
আমার বাবার নাম
আল মাসুম
গ্রাম হেতিমগঞ্জ পাল বাড়ি
আমার ভাইয়ের নাম :
ফয়জুর রহমান, থানা গোলাপগঞ্জ সিলেট!
কেউ উনাকে পেলে দয়া করে যোগাযোগ করবেন।
অনুরুধে #Jaheda_khan
উনার পোস্ট এর লিংক
https://m.facebook.com/story.php…
উল্লেখ্য, এভাবে বিভিন্ন স্থান, ব্যক্তি ও বেনামে ফেসবুক আইডি খুলে একশ্রেণীর অসাধু সমাজের গন্যমাণ্য ব্যক্তি, প্রবাসী, সাংবাদিক, নারীদের নানাভাবে হয়রানী করছে। এরকম হয়রানীর শিকার হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয় লেখক, প্রবাসী সাংবাদিক, আমাদের প্রতিদিন সম্পাদক আনোয়ার শাহজাহান। সম্প্রতি তিনি দেশে আসলে তাঁর নামে ফেসবুক আইডি খুলে ব্ল্যাকমেইল করা হয়। এব্যাপারে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরী ও পুলিশ হেড কোয়ার্টারে অভিযোগ করেছেন।