ইমামের কক্ষে অক্সিজেনের অভাবে তিন শিশুর মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ৪:৪৭:০১,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চাঁদপুরে মসজিদে ইমামের কক্ষে তিন শিশুর মৃত্যু অক্সিজেনের অভাবে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।
মরদেহের ময়নাতদন্তকারী ও চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সুজাউদ্দৌলা রুবেল বলেন, ইমামের ওই কক্ষে ইউপিএসের ব্যাটারির কারণে বা অন্য কোনও কারণে অক্সিজেনের অভাব দেখা দেওয়ায় শিশুদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
শুক্রবার (৩০ আগস্ট) চাঁদপুরের মতলব উপজেলার পূর্ব কলাদিয়া জামে মসজিদ ইমামের কক্ষে তিন শিশুর মৃত্যু হয়। মসজিদের ফ্যান, লাইট, মাইক চালানোর জন্য ব্যবহারের ইউপিএস ছিল ওই কক্ষে। মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলেসহ তিন শিশু ওই কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দরজা ভাঙলে তাদের মরদেহ পাওয়া যায়।
চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির শনিবার (৩১ আগস্ট) সাংবাদিকদের বলেন, আমাদের প্রাথমিক ধারণা, ওই কক্ষে যে ব্যাটারি ছিল তা থেকে কোনও কারণে কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে যদি কার্বনডাই-অক্সাইড বা অন্য কোনও কেমিকেল উৎপাদন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হলে, অক্সিজেন নিতে না পারলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এটি আমাদের প্রাথমিক ধারণা। সিআইডিও আমাদের এমন একটি প্রাথমিক ধারণা দিয়ে গেছে।’
সিআইডির অপরাধ তদন্ত দল ও ফরেনসিক টিম প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে জানিয়ে তিনি বলেন, ‘তারা ঢাকায় গিয়ে সেগুলো পরীক্ষা করে প্রতিবেদন দেবেন। সেই সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্তে আসা হবে।
থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে, তবে মৃতদের স্বজনদের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি। শুক্রবার রাতেই ঢাকা থেকে সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ, ক্রামইসিন এনালাইসিস দল ও পিবিআই প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা নিয়ে গেছেন। লাশগুলো ময়নাতদন্তের পুর্ণাঙ্গ প্রতিবেদন পেলে রহস্যের জট খুলবে বলে আশা করা হচ্ছে।
থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে ময়নাতদন্তের লাশ পাঠানো গাফিলতির জন্য এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী তদন্ত কাজ চলছে।
নিহত ৩ জনেরমধ্যে রিফাত ও ইব্রাহিমের নামাজের জানাজা শনিবার সন্ধ্যা ৬টায় ভাঙ্গারপাড় বালুর মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।