আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:৪৪,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৮৮২ বার পঠিত
গোলাপগঞ্জ উপজেলার সমাপনী পরীক্ষার্থীদের নিয়ে আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক আলমগীর ঈমানী স্বাক্ষরিত ফলাফলে প্রথম গ্রেডে ৫জন, দ্বিতীয় গ্রেডে ৮ জন ও তৃতীয় গ্রেডে ১২ জন শিক্ষার্থী মেধা তালিকায় বৃত্তি পেয়েছে। এছাড়া স্কুল কোটায় বৃত্তি পেয়েছে ২৩ জন শিক্ষার্থী।
প্রথম গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হচ্ছে দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাহিন কানিজ মাহা (রোল নং ২৩৩), দত্তরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দু’জন শিক্ষার্থী ইশরাক ইনকিয়াদ (রোল নং ২৫১) ও নাজিফা নিমু (রোল নং ২৪৭), ভাদেশ্বর কচিকন্ঠ শিশু বিদ্যালয়ের দু’জন ফাতেমা খাতুন লিমু (রোল নং ২২২) ও তানিশা ফারুক বিথী (রোল নং ২২১)।
দ্বিতীয় গ্রেডে যারা উত্তীর্ণ হয়েছে তাদের রোল নম্বার হচ্ছে ১৩৭, ২৪৯, ২২০, ২৪৮, ২০০, ১২৪, ২২৯, ২০১।
তৃতীয় গ্রেডে যারা উত্তীর্ণ হয়েছে তাদের রোল নম্বার হচ্ছে ১৭৫, ২৩২, ১০৩, ১১৩, ২২৪, ১১১, ২১৪, ১৪১, ১২৫, ১৩১, ১৯০, ২৪৩।
স্কুল কোটায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের রোল নম্বার হচ্ছে ১০৭, ১১৮, ১২৯, ১৪৬, ১৫০, ১৫৫, ১৬০, ১৬৮, ১৭১, ১৮০, ১৮৫, ১৯৫, ২০৫, ২১৫, ২২৫, ২৪০, ২৫৩, ২৫৪, ২৫৯, ২৬৩, ২৬৬, ২৭২, ২৭৭।
উল্লেখ্য গত ২৫ ও ২৬ অক্টোবর উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর মাশা মডেল টাউনস্থ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ৩৮ টি সরকারী/বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের সমাপনী পরীক্ষার্থীরা অংশ নেয়।
এদিকে, পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার শীঘ্রই অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে বলে জানিয়েছেন আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার আলমগীর।