প্রতীক পেয়ে জয়ের আশা ব্যক্ত করলেন সিলেটের ৫ সাংবাদিক
প্রকাশিত হয়েছে : ২:২৪:০৩,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৭৩১ বার পঠিত
প্রতীকসহ উপরে বাঁ থেকে- হাসিনা বেগম, নাজিরা বেগম শিলা, আবদুল আহাদ খান জামাল, ফয়ছল আহমদ মুন্না ও প্রণঞ্জয় বৈদ্য অপু।
আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েছেন সদস্যপ্রার্থী পাঁচ সাংবাদিক। প্রতীক পেয়ে নির্বাচনে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ সাংবাদিকই নিজ নিজ ওয়ার্ডে বেশ শক্ত অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষ ও ভোটারদের মুখে মুখে ঘুরছে তাদের নাম।
সিলেটের পাঁচ সাংবাদিককে সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা সদস্য পদে প্রতীক বরাদ্দ করেন।
পাঁচ সাংবাদিকদের মধ্যে সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে নারী সদস্য পদে নির্বাচন করছেন প্রয়াত সাংবাদিক মহিউদ্দিন শিরুর সহধর্মীনি সাংবাদিক হাসিনা বেগম। তিনি ‘বই’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। সিলেট জেলা প্রেসক্লাবের ১ম নির্বাচিত কমিটির কার্যনির্বাহী সদস্য ও সাপ্তাহিক গ্রাম বাংলা’র সম্পাদক ও প্রকাশক হাসিনা বেগম।
সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় আছেন উদীয়মান সাংবাদিক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা। তিনি ‘হরিণ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। বিগত দিনে উপজেলা ভাইস চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধির দায়িত্ব পালন করা শিলা এবার এলাকার উন্নয়নে আরো বেশি কাজ করতে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন করছেন দৈনিক শ্যামল সিলেটের ডেপুটি এডিটর, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আহাদ খান জামাল। সিলেটে পরিচিত এই মুখ ‘ক্রিকেট ব্যাট’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সিলেট জেলা প্রেসক্লাবের দুইবারের নির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ মুন্না। তিনিও লড়ছেন ৩নং ওয়ার্ডে। নির্বাচন অফিস তাকে ‘টিউবওয়েল’ প্রতীক বরাদ্দ দিয়েছে।
৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নিবার্চন করছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সিলেটভিউ২৪ডটকম’র বিশ্বনাথ প্রতিনিধি প্রণঞ্জয় বৈদ্য অপু। বিশ্বনাথজুড়ে পরিচিত প্রণঞ্জয় বৈদ্য অপু পেয়েছেন ‘ঘুড়ি’ প্রতীক।