সিলেটে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার!
প্রকাশিত হয়েছে : ১:২৪:৫৫,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৭ আগস্ট) বিকেলে জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯ এর একটি দল। মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মো. এরশাদ মিয়া। সে হবিগঞ্জের মাধবপুর থানার রাজনগরের মৃত নায়েব আলীর পুত্র।
জানা গেছে, ২০১১ সালে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার তৎকালীন উপসচিব আশরাফুল রহমান নোমান ও ইমরুল মহসিনের ছোট ভাই টিপু হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার ওবাইন জানান, গ্রেফতার এরশাদকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।