সড়ক দূর্ঘটনায় নারী সাবরেজিস্ট্রারের মৃত্যু, দুই অবুঝ শিশু আহত
প্রকাশিত হয়েছে : ৩:৩৪:৪১,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৩৪ বার পঠিত
রাজারহাট (কুড়িগ্রাম) থেকে সংবাদাতা:: মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সাবরেজিষ্ট্রার নুসরত জাহানসহ (৩৫) নিহত হয়েছেন। এসময় তাঁর অবুঝ দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনায় নিহত অপর দু’জন হচ্ছেন সাবরেজিষ্ট্রারের বাসার গৃহকর্মী জান্নাত খাতুন (১১) ও তাদের বহনকারী প্রাইভেট কার চালক। ওই গাড়িতে থাকা অপর চালক অজ্ঞাত গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (৬ আগস্ট) কুড়িগ্রাম থেকে ব্যক্তিগত প্রাইভেট কারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সাবরেজিষ্ট্রার নুসরত জাহান। গোবিন্দগঞ্জ শহরের বোয়ালিয়া শঠিবাড়ী এলাকায় আসামাত্র সেবা পরিবহনের একটি বাসের সাথে তাকে বহনকারী প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেট কারটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাবরেজিষ্টার নুসরত জাহান ও জান্নাত খাতুন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ২ শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক মারাযান। অপর চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, সাবরেজিস্ট্রারের মৃত্যুতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মু. রাশেদুল হক প্রধান, রাজারহাট প্রেসক্লাব, রাজারহাট দলিল লেখক সমিতি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।