গোলাপগঞ্জে ডেঙ্গু নিধনে প্রশাসনের অভিযান শুরু
প্রকাশিত হয়েছে : ৩:৩৮:০৬,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩১৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জে ডেঙ্গু রোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমামনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। গোলাপগঞ্জ উপজেলা ডেঙ্গুমুক্ত রয়েছে উল্লেখ করে নির্বাহী কর্মকর্তা বলেন, এখনো কোনো ডেঙ্গু রোগীর খুঁজ মিলেনি। এরপরও উপজেলা প্রশাসন মশার বংশবিস্তার রোধে পুরো উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল রেজাউল আমিন, সরকারি এমসি একাডেমীর অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লাহ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছয়েফ উদ্দিন প্রমুখ।