বিয়ের আসরে প্রকাশ্যে ‘প্রেমিকার’ বাবাকে খুন!
প্রকাশিত হয়েছে : ১১:২৯:৫৪,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬৬৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে অন্যত্র। এমন বেদনা সইতে না পেরে বিয়ের আসরেই প্রেমিকার বাবা তুলা মিয়াকে (৪৫) প্রকাশ্যে খুন করলেন প্রেমিক। এসময় প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার মা ফিরোজা খাতুন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর মগবাজারের প্রিয়াংকা সুটিং হাউজ নামের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এসময় প্রেমিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে উপস্থিত বরযাত্রী ও স্থানীয় জনতা। পুলিশি তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক রকি পুলিশকে প্রাথমিকভাবে জানিয়েছে, বিয়ের কনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে তা সইতে না পেরে তিনি এমন করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (০১ আগষ্ট) দুপুরে মগবাজারের দিলুরোড এলাকায় বিজিএমইএ ভবনের পেছনের সেন্টারে এ ঘটনা ঘটে। বিয়ের কনে ছিলেন স্বপ্না আক্তার ফাতেমা নামের ১৮ বছরের এক মেয়ে। তার বাবার নাম তুলা মিয়া। মা ফিরোজা খাতুন।
এ তথ্য নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, হাতেগোনা কয়েকজনকে নিয়ে বিয়েটি অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় ওই ছেলে সেন্টারে ঢুকে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে কনের বাবা ও মাকে ছুরিকাঘাত করে। তাদের দুজনকে ইনসাফ বারাকাহ হাসপাতালে নেওয়া হলে কনের বাবা’র মৃত্যু হয়।
এ ঘটনায় আগত অতিথিরা রকিকে গণপিটুনি দেয়। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ঘাতক সজীব আহমেদ রকির সঙ্গে কনে স্বপ্না আক্তারের আদৌ কোনো ধরনের সম্পর্ক ছিল কি না সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়।