ঘোষণা দিয়ে মাদক ছাড়লো ৩ গ্রাম!
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:৪৯,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৯ | সংবাদটি ২৮৬ বার পঠিত
সুনামগঞ্জ থেকে সংবাদদাতা:: সুনামগঞ্জের শাল্লা উপজেলার তিনটি গ্রামের ৩৩ টি পরিবার মাদক বিক্রি ও মাদক সেবন ঘোষণা দিয়ে ছেড়ে দিয়েছে।
বুধবার (৩১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে তারা মাদক ছাড়ার ঘোষণা দিয়ে প্রতিজ্ঞা করে ‘নিজে মাদক সেবন করবে না, অন্যকেও তা থেকে বিরত রাখবো’।
এ গ্রামগুলো হলো উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের কথিত চোরাপল্লী ও চিকাডুবি, বল্লভপুর, নতুনপাড়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, আটগাঁও ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম আজাদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
বল্লভপুর গ্রামের মাদক বিক্রেতা সুরুজ আলী বলেন, ‘আমরা আর কোনোদিন মাদক বিক্রি করবো না, আমরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছি। আমরা বুঝতে পেরেছি আমাদের কাজটা অত্যন্ত খারাপ। এটা দেশ ও জাতির জন্য ক্ষতি।’
চিকাডুবি গ্রামের মাদক বিক্রেতা লাল মিয়া বলেন, ‘আমরা মাদক বিক্রয়ের সাথে জড়িত ছিলাম। এর জন্য আমরা সমাজের চোখে শত্রু ছিলাম। দীর্ঘদিন পর এটা আমরা বুঝতে পেরে আজ আমরা প্রতিজ্ঞা করলাম যে, এমন জঘন্যতম কাজ আর কোনদিন করবো না।’
এব্যাপারে আটগাঁও ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম আজাদ বলেন, ‘দীর্ঘদিন পর তাদের মধ্যে এ অপরাধবোধ জাগ্রত হওয়ায় ও তারা নিজ উদ্যোগে মাদকে বিরুদ্ধে প্রতিজ্ঞা করায় আজ থেকে তারা সমাজে স্থান পাবে। আশা করি কেউ তাদেরকে আর অবজ্ঞার চোখে দেখবে না। আমরাও তাদের তাদেরকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে আপ্রাণ চেষ্টা করবো।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,’ দীর্ঘদিন পর হলেও তোমরা ভাল পথে ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে তোমাদেরকে সকল প্রকার সহযোগিতা করা হবে। ‘
তিনি আত্মসমর্পণকারীদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানোর জন্য অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মুক্তাদির হোসেন, মাদক ব্যবসা ত্যাগ যারা করে সুস্থ জীবনে ফিরে এসেছেন, তাদেরকে পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা করা হবে।