মসজিদের দেয়াল ধ্বসে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২:২৯:২৫,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৯ | সংবাদটি ৩২৬ বার পঠিত
নড়াইল থেকে সংবাদদাতা:: নড়াইলের কালিয়া উপজেলার পুরনো কেন্দ্রীয় মসজিদ ভাঙ্গার সময় দেয়াল ধ্বসে আকাশ মোল্যা নামে ১০ বছরের এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আকাশ মোল্যা কালিয়া পৌরসভার বড়কালিয়া এলাকার হোসাইন মোল্যার পুত্র।
জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদটি সরকারীভাবে নতুন ভবণ নির্মাণের জন্য পুরনো মসজিদটি ভাঙ্গার কাজ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের রাস্তার পাশের দেয়ালের একটি অংশ ধ্বসে পড়ে। এসময় পথচারী শিশু আকাশ চাপা পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইলের কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, নড়াইলের কালিয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদটি সরকারীভাবে নতুনভাবে মসজিদ নির্মাণের জন্য পুরনো মসজিদটি ভেঙ্গে ফেলার কাজ চলছিলো। বৃষ্টির কারণে ওয়ালের একটি অংশ রাস্তার ওপর ধ্বসে পড়লে ওই শিশুটির মাথা ও পা সহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।