সেপটিক ট্যাংকি থেকে একজনকে বাঁচাতে প্রাণ গেলো ৬ জনের
প্রকাশিত হয়েছে : ১২:০৬:১৭,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৯ | সংবাদটি ২০৮ বার পঠিত
জয়পুরহাট থেকে সংবাদদাতা::জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একজনকে বাঁচাতে গিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলার জাফরপুর এলাকার নিখিল চন্দ্রের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জাফরপুর গ্রামের প্রীতম চন্দ্র, ভুট্টো চন্দ্র, পার্শ্ববর্তী গণিপুর গ্রামের শাহীন হোসেন, সজল ও মুকুল।
ছয়জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায়। তিনি জানান, জাফরপুর গ্রামের হিন্দুপাড়ার নিখিল কুমারের বাড়ির একটি দীর্ঘদিনের পুরোনো টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ছয়জন অসুস্থ হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। অসুস্থ তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ছয়জনকে উদ্ধার করে।