গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস এবং একটি স্বপ্নের সূচনা (প্রথম পর্ব)
প্রকাশিত হয়েছে : ১:৩৯:১৬,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৩৩৯৮ বার পঠিত
আনোয়ার শাহজাহান: ব্রিটেনে গোলাপগঞ্জ উপজেলাভিত্তিক একটি সংগঠন করার স্বপ্ন ছিল অনেক দিনের। কিন্তু লন্ডন থেকে ১৭০ মাইল দূরে কার্ডিফ শহরে বসবাস করার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সামনে এগুনোর সাহস হয়নি। তার পরও অনেক সময় এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বন্ধুদের সাথে, শুভাকাঙ্ক্ষীদের সাথে।
‘গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট’ বিলাতে গোলাপগঞ্জের বৃহত্তম একটি সংগঠন। আমাদের গোলাপগঞ্জে শিক্ষার উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই পরিপ্রেক্ষিতে গোলাপগঞ্জভিত্তিক আরেকটি সংগঠনের ঘোষণা প্রবাসী গোলাপগঞ্জবাসীরা কীভাবে গ্রহণ করবেন, সেটি চিন্তাভাবনার ব্যাপার। তার পরও বিষয়টি নিয়ে অনেকের সাথে যোগাযোগ করার পর সহযোগিতার আশ্বাস পাওয়ায় স্বপ্ন পূরণে পুরোদমে এগিয়ে যেতে লাগলাম।
আমি সাউথ ওয়েলসের কার্ডিফে থাকলেও মাসে দু-তিনবার লন্ডনে আসতে হতো। আর সেই সুযোগে লন্ডনে গোলাপগঞ্জের অনেক নেতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। ২০১২ সালের প্রথম দিকে এ নিয়ে অনেকবার কথা হয়েছে লেখক গবেষক ফারুক আহমদ, গীতিকার রুহুল আমিন রুহেল, রাজনীতিবিদ মাহমুদুর রহমান শানুরসহ গোলাপগঞ্জের আরো অনেক নেতার সাথে। অনেকের উৎসাহ দেখে আমরা সিদ্ধান্ত নিলাম লন্ডনে গোলাপগঞ্জবাসীদের নিয়ে একটি মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে সকলের পরামর্শ গ্রহণ করার।
২০১২ সালের এপ্রিলের প্রথম দিকে সায়াদ আহমদ সাদের সাথে কথা হয়। তিনি লন্ডন থেকে আমাকে ফোন করে গোলাপগঞ্জভিত্তিক একটি সংগঠন প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করেন। এ ব্যাপারে আমার মতামত কী, তা-ও জানতে চাইলেন। প্রথম দিনের পরিচয়েই সায়াদ আহমদের পরিকল্পনা আর আমার নিজের পরিকল্পনার সাথে মিল দেখে তাঁকে ধন্যবাদ জানালাম। তিনি আরো বললেন, লন্ডনে আরো কয়েকজনের সাথে আলাপ করে একটি সভার আয়োজন করবেন। আমাকে প্রথম সভায় উপস্থিত থাকারও অনুরোধ করেন। অবশেষে সভার দিনক্ষণ ঠিক হলো। সভা আহ্বান করা হলো ১৬ এপ্রিল ২০১২ তারিখে, ২০৪ নম্বর ব্রিকলেনের কারী ক্যাপিটাল রেস্টুরেন্টে।
চলবে . . . .
০১।১০।২০১৬
আনোয়ার শাহজাহান
প্রতিষ্ঠাতা সদস্য ও বতর্মান সহ-সভাপতি