গরু গোশত থাকার সন্দেহে মাদরাসা ভাঙচুর!
প্রকাশিত হয়েছে : ৯:১০:৩৬,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৫৭৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের উত্তর প্রদেশের একটি মাদরাসা ভাঙচুর করে আগুন দিয়েছে উগ্রপন্থী হিন্দুরা।
মঙ্গলবার (১৬ জুলাই) গরুর গোশত থাকতে পারে এমন সন্দেহে বিজেপি শাসিত ফতেপুর জেলার ঐ মাদ্রাসায় তারা ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য মোতাবেক, সোমবার (১৫ জুলাই) ওই মাদ্রাসার পেছনে গবাদি পশুর দেহাবশেষ পাওয়া যায়। এতে কিছু উগ্রপন্থি ক্ষুব্ধ হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তবে মঙ্গলবার (১৬ জুলাই) আবার ওই মাদ্রাসার পেছেনে গবাদিপশুর দেহাবশেষ পেলে উগ্রপন্থিরা মাদ্রাসায় ভাঙচুর চালিয়ে এবং আগুন ধরিয়ে দেয়।
এই ঘটনার পর দ্রুত ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরবর্তী যে কোনো হামলা বন্ধ করতে পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশ সুপার রমেশ বলেন, সকালে বেহতা গ্রামে গরুর গোশত উদ্ধার হওয়ার গুজব ছড়িয়ে পড়ার পরে কিছু অরাজকতা সৃষ্টিকারী ব্যক্তি মাদ্রাসায় হামলা চালিয়ে পাথর নিক্ষেপসহ আগুন ধরানোর চেষ্টা করে। ওই ঘটনায় কোনো হতাহতের তথ্য নেই।