রন্জু-আক্তার-আফছর পরিষদের নিবার্চনি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৫:২১:০৪,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৬ | সংবাদটি ১৩১০ বার পঠিত
রন্জু-আক্তার-আফছর পরিষদের নেতৃবৃন্দরা বলছেন,
গোলাপগঞ্জের কাংখিত উন্নয়নে সহযোগিতার মনোভাব নিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে।
গত ৭ নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্ট রন্জু-আক্তার-আফছর পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা, কমিউনিটি নেতা আমান উদ্দিনের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বতর্মান কমিটির সহ-সভাপতি আনোয়ার শাহজাহানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রন্জু-আক্তার-আফছর পরিষদের নিবার্চন পরিচালনা কমিটির সভাপতি ও বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুন দিনের পরিচালক এম এ মতিন, বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব কলা মিয়া, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের উপদেষ্টা ও গরীর এতিম ট্রাষ্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শামছুল হক, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মস্তফা মিয়া, গ্রেটার সিলেট ডেভলপমেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাউথ ইষ্ট রিজিওনের সভাপতি সভাপতি ইসবাহ উদ্দিন, সাংবাদিক মুসলেহ উদ্দিন, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের উপদেষ্টা ও ঢাকাদক্ষিন উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি দেলোয়ার হোসেন লেবু, বাগিরঘাট ভিলেজ ট্রাষ্টের সভাপতি মোহাম্মদ মাইজ উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্টের সাবেক কোষাধ্যক্ষ শিব্বির আহমদ প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সভাপতি সায়েদ আহমদ সাদ, বতর্মান কমিটির সহ-সভাপতি মাসুদ আহমদ জুয়েল, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-কোষাধ্যক্ষ জাকির হোসেন, বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের উপদেষ্টা আব্দুল বারী নাছির, শিহাব উদ্দিন, জসিম উদ্দিন, নিবার্চন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাম্মাদ আল-হাদী, বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ এম এ ফয়েজ, দুলাল আহমদ, মোহাম্মদ সুলতান হায়দার,রাজু মিয়া প্রমুখ।
সভায় রন্জু-আক্তার-আফছর পরিষদের অন্যান্য পদপ্রার্থীদের মধ্যে যারা বক্তব্য রাখেন তারা হলেন, সভাপতি পদপ্রার্থী ও বতর্মান কমিটির ক্রীড়া সম্পাদক তমিজুর রহমান রনজু (পৌরসভা), সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বতর্মান কমিটির সহ-সভাপতি আক্তার হোসেন (বাদেপাশা), সহ-সভাপতি পদপ্রার্থী মো দিলওয়ার হোসেন (ফুলবাড়ি), সহ-সভাপতি পদপ্রার্থী ও বিশিষ্ট দানবীর মরহুম তারা মিয়া খানের ছেলে জালাল হোসেন খান (গোলাপগঞ্জ ইউনিয়ন), যুগ্ম সম্পাদক পদপ্রার্থী মিছবা মাছুম (বাঘা), ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ও প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল বাছির (ঢাকাদক্ষিণ), মেম্বারশীপ সেক্রেটারী পদপ্রার্থী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো সালেহ আহমদ (বুধবারীবাজার), সদস্য পদপ্রার্থী রুহেল আহমদ (বাদেপাশা) ও ফখরুল ইসলাম (বুধবারীবাজার) প্রমুখ।