গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের সদস্যদের সাথে রন্জু-আক্তার-আফছর পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:০৬:২২,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৬ | সংবাদটি ১১৬৪ বার পঠিত
গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের কার্যক্রম আরও গতিশীল করতে আগামি ৪ ডিসেম্বর রন্জু-আক্তার-আফছর পরিষদকে ভোট দেবার আহবান জানালেন যুক্তরাজ্যস্থ গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের সাধারণ সদস্যবৃন্দ ।
গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও বতর্মান কমিটির ক্রীড়া সম্পাদক তমিজুর রহমান রন্জু বলেন, আমি নির্বাচিত হলে গোলাপগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাব। আমাকে কে ভোট দিয়েছে, আর কে ভোট দেয়নি- সেটা বড় কথা নয়। আমি সকলের সভাপতি। দলমতের ঊর্ধ্বে থেকে গোলাপগঞ্জবাসীর ভালবাসা নিয়ে গোলাপগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বতর্মান কমিটির সহ-সভাপতি আক্তার হোসেন বলেন, আমি নিবার্চিত হলে আমাদের সংগঠনে কোন রাজনৈতিক চিন্তা ধারা বাস্তবায়ন করতে দেব না। সকলকে নিয়েই একসাথে কাজ করে যাব।
কোষাধ্যক্ষ পদপ্রার্থীও সাবেক কৃতি ফুটবলার আফছারুল ইসলাম আফছর বলেন, এই সংগঠন হল আপনাদের সকলের আমানত এবং আমি আপনাদের কাছে আমানত রক্ষা করার ওয়াদা দিয়ে গেলাম।
গত ৩০ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে রন্জু-আক্তার-আফছর পরিষদের নির্বাচনী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসেের প্রতিষ্ঠাতা সদস্য ও বতর্মান সহ-সভাপতি আনোয়ার শাহজাহানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন হাফিজ আশরাফ চৌধুরী। পরে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সভাপতি ও বতর্মান কমিটির অন্যতম সদস্য সায়াদ আহমদ সাদ।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব খন্দকার ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমান উদ্দিন, বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব কলা মিয়া, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের উপদেষ্টা ও গরীর এতিম ট্রাষ্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শামছুল হক, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মস্তফা মিয়া, আল এমদাদ এডুকেশন ট্রাষ্টের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির হাসনাত, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের উপদেষ্টা ও ঢাকাদক্ষিন উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি দেলোয়ার হোসেন লেবু, বাগিরঘাট ভিলেজ ট্রাষ্টের সভাপতি মোহাম্মদ মাইজ উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্টের সাবেক কোষাধ্যক্ষ শিব্বির আহমদ গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সদস্য ও বতর্মান সহ সভাপতি আফসর হোসেন এনাম প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ইউকের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদির, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকাদক্ষিন ডিগ্রী কলেজের সাবেক এজিএস আব্দুল বাছির, বতর্মান কার্যকরী কমিটির সহ-সভাপতি মাসুদ আহমদ জুয়েল, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-কোষাধ্যক্ষ জাকির হোসেন, ইসি মেম্বার ইকবাল হোসেন, বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের উপদেষ্টা আব্দুল বারী নাছির, কমিউনিটি ব্যক্তিত্ব খন্দকার মহি উদ্দিন, আলী আমজাদ চৌধুরী, জালাল খান সাহজান আহমদ, উদীয়মান লেখক হাম্মাদ আল-হাদী, বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা মো: শওকত আলী, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের ইসি মেম্বার আব্দুল লতিফ, আব্দুল হান্নান, এনামুল হক, ইকবাল আহমেদ, আব্দুস শুকুর প্রমুখ।
সভায় রন্জু-আক্তার-আফছর পরিষদের অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে যারা বক্তব্য রাখেন তারা হলেন সহ-সভাপতি পদপ্রার্থী মো দিলওয়ার হোসেন (ফুলবাড়ি), মো আলতা মিয়া (গোলাপগঞ্জ), মো জামান মিয়া (বাঘা), যুগ্ম সম্পাদক পদপ্রার্থী মিছবা মাছুম (বাঘা), মেম্বারশীপ সেক্রেটারী মো সালেহ আহমদ (বুধবারীবাজার), প্রচারও প্রকাশনা সম্পাদক সাদেক আহমদ, সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলাম (বুধবারীবাজার) প্রমুখ।
সভায় বিশিষ্ট মুরব্বী, কমিউনিটি ব্যক্তিত্ব ও বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনকে আহবায়ক ও গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সদস্য, বতর্মান কমিটির সহ-সভাপতি আনোয়ার শাহজাহানকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট নিবার্চন পরিচালনা কমিটি গঠন করা হয়।