গোলাপগঞ্জের বন্যা কবলিত এলাকায় ইউএনও
প্রকাশিত হয়েছে : ৫:২৯:৪৫,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৫০৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের বন্যা কবলিত এলাকাগুলো ঘুরে দেখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান।
রোববার ১৪ জুলাই) দুপুরে তিনি বন্যা প্লাবিত বাদেপাশা ইউনিয়নের আমকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি আশ্রয়কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাদ্য সামগ্রীও বিতরণ করেন।
এরপর বন্যা আক্রান্ত আছিরগঞ্জ বাজার ও চন্দরপুর বাজার পরিদর্শন করেন তিনি। বাজারদ্বয়ের পরিস্থিতি নিজ চোখে অবলোকন করে স্থানীয় ও ব্যবসায়ীদের কাছ থেকে বন্যার সার্বিক খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে ইউএনও জানান, বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বন্যা আক্রান্ত ইউনিয়নসমূহে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়েছে। কাল/পরশুর মধ্যেই এসব ত্রাণ সামগ্রী বন্যা আক্রান্ত গরীব/অসহায়দের মাঝে বিতরণ করা হবে।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্থবায়ন অফিসার হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, রহান উদ্দিন মেম্বার, বাদেপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলীম উদ্দিন বাবলু , যুবলীগ নেতা তারেক আহমদ, ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম, চন্দরপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সালাম, কুশিয়ারা নিউজ ডটকম’র সম্পাদক ও প্রকাশক সালমান কাদের দিপু, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা তাহের আহমদ ও আব্দুর রাজ্জাক শরীফ, তরুণ সমাজসেবক সাফিন আহমদ, সোহান আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ।
উল্লেখ্য, কুশিয়ারা নদীর পানি বেড়ে রাস্তাঘাট, ঘরবাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠানও জলমগ্ন হয়ে পড়েছে। এতে পানিবন্ধী হয়ে পড়েছেন কুশিয়ারা তীরবর্তী অঞ্চলের কয়েক হাজার মানুষ। ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। ফলে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসা। ইতোমধ্যে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।