বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের নব নির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:১২:৫১,অপরাহ্ন ২৭ অক্টোবর ২০১৬ | সংবাদটি ১০৫৫ বার পঠিত
বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের নব নির্বাচিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী সভায় নেতৃবৃন্দরা বলেছেন “সকলের সমন্বিত প্রচেষ্টায় এলাকায় উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে। কাউকে বাদ দিয়ে নয়, সকলকে নিয়েই বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন এগিয়ে যাচ্ছে।”
গত ২৪ অক্টোবর সন্ধ্যায় পূর্ব লন্ডনের সোনারগাঁও রেষ্টুরেন্টে যুক্তরাজ্যে বসবাসরত বাঘা ইউনিয়নবাসীর একমাত্র সংগঠন বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের নব নির্বাচিত কমিটির অভিষেক, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ষ্ঠানে বক্তারা আরো বলেছেন, “বাঘার উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আর্ত মানবতার উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমাদের কাজ করতে হবে।”
সংগঠনের সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সাবেক ইউপি সদস্য কাদির হোসেন বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিছবাহ মাছুম ও সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার খালিছ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রধান উপদেষ্ঠা ও কমিউনিটি ব্যক্তিত্ব আজমল হোসেন, ডেপুটি স্পীকার কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলর রাবিনা খান, সাবেক স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিই, কাউন্সিলর রাজিব আহমেদ, কাউন্সিলর আমিনুর খান, বীর মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, গ্রেটার সিলেট ডেভলপমেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি ইসবাহ উদ্দিন, গোগোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের সাবেক সভাপতি মস্তফা মিয়া, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উপদেষ্টা দেলোয়ার হোসেন লেবু, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব কলা মিয়া, বাগিরঘাট ভিলেজ ট্রাষ্টের সম্মানিত সভাপতি মাইজ উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি জালাল খান, কালেক্টিভ বাংলাদেশ স্কুল গভর্নর এর সাধারন সম্পাদক আলতা মিয়া, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সভাপতি সায়েদ আহমদ সাদ, বিশিষ্ট রাজনৈতিক সংগঠক সেলিম আহমেদ খান, জামাল খান, আমিনুল হক জিলু, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্টের প্রচার সম্পাদক ফয়জুল আহমদ সেলিম, কমিউনিটি ব্যক্তিত্ব ইউসুফ কামালী, আক্তার হোসেন, শিক্ষক এনামুল হক, কমিউনিটি ব্যক্তিত্ব দেলওয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউকের সভাপতি বাবুল হোসেন, সাবেক ছাত্রনেতা মঈনুল ইসলাম, কমিউনিটি নেতা আব্দুস শুকুর, সাবেক কৃতি ফুটবলার ও কমিউনিটি সংগঠক আফসারুল ইসলাম, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সহ সভাপতি মাসুদ আহমদ জুয়েল, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার শফি আহমদ, আব্দুল কাদির, সাবেক ছাত্রনেতা আবুল কালাম, দশঘর ইউনিয়ন ট্রাষ্টের সাবেক সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, সংগঠক সালেহ আহমদ, ছাত্রনেতা আব্দুল লতিফ, জি এম অপু শাহরিয়ার, সাইদুর রহমান ছদরুল, যুবনেতা দিলাল আহমেদ, ইকবাল হোসেন, ওলীউর রহমান প্রমুখ ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ শওকত আলী। উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জামান মিয়া ।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল বারী নাছির, আবুল কালাম, আব্দুল মুকিত, সিনিয়র সহ সভাপতি এনাম উদ্দিন, বেলাল উদ্দিন, ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক এজাজুর রহমান, প্রচার সম্পাদক খালেদ আহমদ ফয়ছল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক দুলাল আহমদ, দপ্তর সম্পাদক সাজু মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমদ, ক্রীড়া সম্পাদক সুফিয়ান আহমদ, মহিলা সম্পাদিকা জুনারা ইসলাম, নির্বাহী সদস্য জাহেদ আহমেদ, জহুরুল ইসলাম, শাহীন আহমেদ প্রমুখ।
সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতির দায়িত্ব সুষ্ঠ ভাবে পালন করার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আজমল হোসেনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। তাছাড়া বিগত বছরে সংগঠনের কার্যক্রমের প্রতি একাত্মতা প্রকাশ করে যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ সংগঠনের অনারারি সদস্যপদ গ্রহণ করেছিলেন তাদেরকে সংগঠনের পক্ষ থেকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। ক্রেষ্ট গ্রহণ করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর রাজিব আহমেদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব শামছুল হক, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্টের সাবেক সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান, সাংবাদিক মুছলেহ উদ্দিন আহমেদ, দত্তরাইল উন্নয়ন সংস্থার সভাপতি ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উপদেষ্টা রুহুল আমিন রুহেল, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসেের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকাদক্ষিন উন্নয়ন সংস্থার সাবেক কোষাধ্যক্ষ আব্দুল বাছির, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের ক্রীড়া সম্পাদক তমিজুর রহমান রন্জু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সহ সভাপতি ও গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্টের সহ সভাপতি আক্তার হোসেন, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সহ কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম রাবেল, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুন নূর, উদীয়মান লেখক হাম্মাদ আল-হাদী, ইউটোপিয়া একাডেমির ডাইরেক্ট কাজী সেফায়েত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলিফুর রহমান শিপলু, দত্তরাইল উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মুমিনুল হক চৌধুরী।
বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের কার্যক্রমের প্রতি উৎসাহিত হয়ে উপস্থিত অতিথিদের মধ্যে অনেকেই সদস্যপদ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের বাঘা ইউনিয়নের উচ্চ শিক্ষার উন্নয়নে হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তরিত করতে প্রায় ১৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। তাছাড়া কিছুদিন আগে ২০টি কম্পিউটার প্রদানের মাধ্যমে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া আগামী বছর বাঘা ইউনিয়নের গরীব অসহায় মানুষের জন্য ৫টি ঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন করেন ব্রিটেনের জনপ্রিয় কন্ঠ শিল্পী শামস তামান্না, রিয়া শারমিন,কাউন্সিলর রাজিব আহমেদ,আমিনুর খান প্রমুখ।
যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাঘা ইউনিয়নের নাগরিকবৃন্দ সপরিবারে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রধান উপদেষ্টা, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের অন্যতম সদস্য বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আজমল হোসেন ও সংগঠনের সভাপতি কাদির হোসেন বাবুল আগামি ৪ ডিসেম্বর গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের নির্বাচনে বাঘা ইউনিয়নবাসীর পক্ষ থেকে সহ সভাপতি পদে জামান মিয়া ও সহ সাধারণ সম্পাদক পদে মিছবাহ মাছুমের নাম ঘোষণা করে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন এবং তাদেরকে নির্বাচনে ভোট দিয়ে সমর্থন করার অনুরোধ করেন ।