গোলাপগঞ্জে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:৫০,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৯৫৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোর গোলাপগঞ্জ পৌর শহরের পূর্ব দাড়িপাতন এলাকার রিকশাচালক হেলাল আহমদের পুত্র সুজন আহমদ (১৭)।
শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে দাঁড়িপাতন পূর্বপাড়া গীর্দ গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গোসল করার জন্য পার্শ্ববর্তী একটি পুকুরে যাবে বলে বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। শনিবার সকালে একজন প্রতিবেশী সুজনের লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান।
এরপর ওই প্রতিবেশী সুজনের পরিবারকে খবর দিলে তারে সুজনের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। তাৎক্ষণিক ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসে।
সুজনের পিতা হেলাল আহমদ জানান, আমার বা আমার ছেলের কোন শত্রু নেই। এই পুকুরে একটা সাপ আছে বলে জেনেছি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুজনের গলায় দুটি ছিদ্র দেখা গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সুজনকে সাপে কেটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হয়ে যাবে এটি সাপে কাটা কি না।