পরিবহণ ধর্মঘট স্থগিত!
প্রকাশিত হয়েছে : ১২:৪৪:৫৫,অপরাহ্ন ২২ জুন ২০১৯ | সংবাদটি ৫১২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আগামী ২৪ জুনের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। সিলেট বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাথে আলোচনার প্রেক্ষিতে এ ধর্মঘট স্থগিত হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: আব্দুল আহাদ।
সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালুর দাবিতে ২৪ জুন পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। শুক্রবার রাতে উভয়পক্ষের সাথে প্রশাসনের বৈঠক করে পরিবহণ ধর্মঘট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।