মুরসির শোকার্ত স্ত্রী নাগলা মাহমুদের ‘টুইট’ বার্তা!
প্রকাশিত হয়েছে : ৫:০৯:৪১,অপরাহ্ন ১৯ জুন ২০১৯ | সংবাদটি ৮৩৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মিসরের প্রথম গণতান্ত্রিক ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুতে তার শোকার্ত স্ত্রী নাগলা মাহমুদ স্বামীকে ‘শহীদ’ লিখে টুইট করেন।
সাবেক এ প্রেসিডেন্ট (১৭ জুন) সোমবার আদালত কক্ষে তার বিরুদ্ধে বিচারের শুনানির সময় মৃত্যুবরণ করেন।
২০১২ সালের ১২ জুন হোসনি মোবারক গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হলে গণতান্ত্রিক নির্বাচনে মুরসি জয় লাভ করে এক বছর দেশ পরিচালনা করেন। পরে আবদুল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীর সেনাবাহিনীর অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।
সিসি ক্ষমতাগ্রহণের পরে মুরসির শতাধিক সমর্থককে সহিংসতার অভিযোগে ফাঁসি দেন। এছাড়া হাজার হাজার সমর্থককে কারাগারে আটকে রাখেন।
সম্প্রতি মুরসির দল ব্রাদারহুডকে আনুষ্ঠানিকভাবে মিসরের সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।
সেনা অভ্যুত্থানে মুরসি গ্রেপ্তার হলে তাতে যুক্তরাষ্ট্র উষ্ণ ভূমিকা পালন করে। ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেনাসমর্থিত মিসরের সিসি সরকারকে সমর্থন করেন।
পোস্ট করা টুইট বার্তাটি হলো:
President Mohamed Morsi’s wife, Naglaa Mahmoud, writes:
“Dr. Mohammad Morsi, the legitimate President of the Republic of Egypt died as a martyr by Allah’s permission. In his cell, he died victorious, standing, dignified and rejecting oppression.
He died helping his nation, despite many having worked against him.
He died proclaiming the truth, in advance, not in retreat, having unsheathed the sword of truth for 6 successive years without boredom, fatigue, capitulation or surrender. So Allah took him to Himself, removing him from an era of weakness, betrayal and hypocrisy.
Allah raised him so that he can join those of similar circumstance: Yahya (AS), Isa (AS); the Companions of the Ditch and Habeeb al-Najjar (Ya Sin). Allah raised him to the greatest companionship, and to His highest Paradise (Firdous) after delivering his message and dispensing his duty.
Just wait, victors of the traitor, unending darkness will prevail over you and severe punishment will come onto you. You will become a lesson, for those who take heed for the many generations to come.
To Paradise, O martyr. What a profitable transaction, O martyr.”