মা-মেয়ে ঘুমালেন একই বিছানায়, সকালে উঠে মিললো মায়ের গলাকাটা লাশ!
প্রকাশিত হয়েছে : ১০:২৩:৩৫,অপরাহ্ন ১৮ জুন ২০১৯ | সংবাদটি ১৩৪৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মা-মেয়ে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন, সকালে ঘুম থেকে উঠে মায়ের গলাকাটা লাশ দেখে আতকে উঠে ১৮ বছর বয়সী মেয়ে। কে বা কারা রাতের আধাঁরে তার মায়ের গলা কেটে পালিয়ে গেছে।
ঘটনাটি মঙ্গলবার (১৮ জুন) সকালে নওগাঁর মান্দা উপজেলায় গাড়িয়া পাড়া গ্রামে ঘটে।
নিহত গৃহবধু গাড়িয়া পাড়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী মাছুমা আক্তার সাথী (৪০)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন জানান, এমদাদুল হক নাটোরের একটি কোম্পানিতে চাকরি করেন। এজন্য ওই গৃহবধূ তার ১৮ বছরের এক মেয়েকে নিয়ে মান্দায় বসবাস করে। রাতে খাবার খেয়ে আলাদা ঘরে মা মেয়ে ঘুমিয়ে যায়। সকালে মেয়েটি উঠে দেখে তার মা ঘরের ভিতরে গলাকাটা অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, উদ্ধারের সময় গৃহবধূর শরীরে আঘাতের দাগ এবং গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।