মুশফিকের বিষয়ে সুসংবাদই দিলেন মাশরাফি!
প্রকাশিত হয়েছে : ৮:২৬:২৮,অপরাহ্ন ১৭ জুন ২০১৯ | সংবাদটি ৩৪৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের আগে বেশ দুঃশ্চিন্তায় ছিল টাইগাররা। অনুশীলনের সময় চোট পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ক্যারিবীয়দের বিপক্ষে খেলবেন নাকি খেলবেন না এমন একটা দোলাচেলের সৃষ্টি হয়েছিল। তবে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুশফিকের বিষয়ে সুসংবাদই দিলেন অধিনায়ক মাশরাফি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শুরুতেই উঠে আসে মুশফিক প্রসঙ্গ। মাশরাফি জানালেন, অনুশীলনে বেশ ভালোই বোধ করেছেন মুশফিক। আগামীকালের ম্যাচে টাইগার ব্যাটসম্যানের খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন না তিনি।
মাশরাফি বলেন, ‘যতটা দেখেছি তাতে মুশফিককে ভালোই মনে হয়েছে। প্র্যাকটিসও করেছে। আমি তো ফিজিও নই। তাই চোট নিয়ে বলার আমি কেউ না। তবে দেখে এবং কথা বলে মনে হয়েছে যে, মুশফিক ঠিক আছে।’
আগের দিনই জানা যায় যে, ততোটা গুরুতর নয় মুশির চোট। এক্সরে করার পর গুরুতর কিছু পাওয়া যায়নি। শনিবার অনুশীলনে ব্যাটিং করার সময় আঙলে চোট পান মুশফিক।