আফগানিস্তানে বোমা হামলায় পুলিশসহ নিহত ৯
প্রকাশিত হয়েছে : ২:২৯:৪১,অপরাহ্ন ১৪ জুন ২০১৯ | সংবাদটি ৩১৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আফগানিস্তানের নানগারহার প্রদেশে শক্তিশালী বোমা হামলায় পুলিশসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার প্রদেশটির জালালাবাদ শহরের একটি আবাসিক এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ পুলিশ ও ৫ বেসামরিক নাগরিক রয়েছেন।
গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, হামলার দায় স্বীকার কোরে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস।