সিলেটে বেড়াতে এসে সমালোচনার মুখে কৃষিমন্ত্রী!
প্রকাশিত হয়েছে : ৩:৩১:০৪,অপরাহ্ন ০৮ জুন ২০১৯ | সংবাদটি ৯৫১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নৌকার উপর সোফায় বসে সিলেটের পর্যটন স্পট রাতারগুল ঘুরতে এসে সমালোচিত হলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
ঈদের ছুটিতে সপরিবারে বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার জলারবন রাতারগুল বেড়াতে আসেন কৃষিমন্ত্রী। এ ভ্রমণের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় নৌকার উপর রাখা সোফায় বসে রাতারগুল ঘুরে দেখছেন কৃষিমন্ত্রী। নৌকার উপর সোফা তুলে তাতে বসা নিয়ে ফেসবুকে অনেকেই সমালোচনা করছেন মন্ত্রী আব্দুর রাজ্জাকের।
ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, নৌকার সামনের দিকে দাঁড়িয়ে আছেন কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন।
অনেকে নৌকার পাটাতনে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নৌকা পারাপারের একটি ছবি যুক্ত করে, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বর্তমান আওয়ামী লীগ নেতারা সরে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন।
তাদের অনেকের বক্তব্য, আমাদের নিজস্ব ঐতিহ্য এ নৌকা ভ্রমণেও যদি কৃষিমন্ত্রীর সোফার প্রয়োজন হয়, তাহলে তিনি কৃষকের সুখ-দুঃখ কীভাবে অনুভব করবেন। আবার অনেকে বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয়ার আহবান জানিয়েছেন।
প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর দেয়া স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘মতিয়া চৌধুরীর সঙ্গে (সাবেক কৃষিমন্ত্রী) সবকিছুতে ইনি উল্টো ডিগ্রির। কৃষিমন্ত্রী হিসেবে শেখ হাসিনার একটি ভুল চয়েস।’
সৈয়দা তাজমিরা আখতার নামে একজন কমেন্ট করেছেন, ‘এইসব কর্মকাণ্ড দেখে হতাশ হয়ে যাচ্ছি। এরা নিজেদের জনগণের সেবক মনে করেন না।
সমীরণ দেবনাথ নামে একজন লিখেছেন, ‘কৃষিমন্ত্রী হবেন মাটির মানুষ। যার মাটির সাথে সখ্য থাকবে।
আবার কেউ কেউ মন্ত্রীকে সমর্থন করেছেন। সুব্রত নন্দী নামে একজন লিখেছেন, ‘ভাই উনি সহজ-সরল মানুষ। চামচারা হয়তো নৌকায় সোফা বসিয়ে ওনাকে বসতে বলেছেন। উনি অতশত না বুঝেই বসে পড়েছেন। একজন খাঁটি অসাম্প্রদায়িক চেতনার মানুষ তিনি। ভুল হলে মাফ করে দিয়েন।’