এখনও চাঁদ দেখা যায়নি, বিভ্রান্তি না ছড়ানোর আহবান
প্রকাশিত হয়েছে : ৪:২২:৪২,অপরাহ্ন ০৪ জুন ২০১৯ | সংবাদটি ৯৫৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ এখনও দেখা যায়নি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯. ২০ পর্যন্ত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক চলছে। কিন্তু এখন পর্যন্ত দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বুধবার পবিত্র ঈদুল ফিতর হবে কি না তা সিদ্ধান্ত হয়নি। তবে চাঁদ দেখা কমিটির বৈঠক এখনও চলছে।
তবে পাশ্ববর্তী দেশ ভারতের আসামে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানা গেছে।
কিছু কিছু অনলাইন পোর্টাল শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে সংবাদ প্রচার করে বিভ্রান্ত ছড়াচ্ছে। নিশ্চিত না হয়ে এরকম বিভ্রান্ত না ছড়াতে এবং সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয় বৈঠকে।
এদিকে চাঁদ দেখা না যাওয়ায় রাত সাড়ে ৮টায় এশার নামায শেষ করে তারাবীহ নামায আদায় নিয়ে বিভিন্ন মসজিদে জটিলতা দেখা দিয়েছে। অনেকে ভূয়া অনলাইন পোর্টালে সংবাদ দেখে নিশ্চিত হয়েছেন বুধবারই ঈদ পালিত হবে।