অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম ছুড়লেন ক্ষুব্ধ তরুণী
প্রকাশিত হয়েছে : ৮:০২:০৫,অপরাহ্ন ০৮ মে ২০১৯ | সংবাদটি ৪১৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মাথায় ডিম নিক্ষেপ করেছেন এক ক্ষুব্ধ তরুণী।
সোমবার (৬ মে) অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের আগে নিউ সাউথ ওয়েলসের আলবুরিতে নির্বাচনী প্রচারণায় গিয়ে এ ঘটনার শিকার হন মরিসন। খবর বিবিসি।
খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণপূর্বের ওই শহরটিতে একটি নারী সংঘের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। নিক্ষিপ্ত ডিমটি প্রধানমন্ত্রীর মাথায় লাগলেও না ভেঙ্গে ছিটকে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থল থেকে এক প্রতিবাদী তরুণীকে জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে। তার বয়স ২৫ বছর বলে জানানো হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়েছে দেশটির পুলিশ। প্রধানমন্ত্রী মরিসন এ কাজকে ভীরুতা বলে বর্ণনা করেছেন।
এ ঘটনার সময় ধাক্কা লেগে একজন বয়স্ক নারী পড়ে যান। মরিসন এগিয়ে গিয়ে তাকে উঠতে সহায়তা করেন। পরে গণমাধ্যম তাকে মার্গারেট বেক্সার বলে চিহ্নিত করে। মরিসন পড়ে যাওয়া সেই বয়স্ক নারীকে সাহায্য করায় তার নিরাপত্তাকর্মীদেরও প্রশংসা করেন।
এক টুইটে মরিসন বলেছেন, আলবুরিতে আজকের ঘটনায় পড়ে যাওয়া বৃদ্ধা নারীকে নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। আমি তাকে উঠতে সহায়তা করেছি ও জড়িয়ে ধরে সহানুভূতি জানিয়েছি।
তবে পুলিশ তাৎক্ষণিকভাবে এ ঘটনার কোনো কারণ জানাতে পারেনি। আগামী ১৮ মে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ায় মাথায় ডিম নিক্ষেপের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনায় মুসলিম বিদ্বেষী বক্তব্য দেওয়ায় অস্ট্রেলীয় সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ভাঙ্গে ১৭ বছরের কিশোর উইল কনোলি। তৎক্ষণাৎ তাকে থাপ্পড় মারার কারণেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন সিনেটর। পরে সেই কিশোর সারাবিশ্বে ডিম বালক হিসেবে পরিচিতি পান। ঘটনার পর পুলিশ তাকে সতর্ক করে দেয়।