লাহোরে পুলিশ কনভয়ে বোমা হামলা, আট জন নিহত
প্রকাশিত হয়েছে : ৭:৫০:৩২,অপরাহ্ন ০৮ মে ২০১৯ | সংবাদটি ৩৩৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পাকিস্তানের অন্যতম শহর লাহোরে পুলিশ কনভয়ে বোমা হামলায় অন্তত আট জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। বুধবার (৮ মে) সকালে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহরে এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, পাঞ্জাব পুলিশের এলিট ফোর্সের কনভয় এদিন দাতা দরবার দরগার কাছ দিয়ে পার হচ্ছিল। সেই সময় পুলিশের কনভয় লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। নিহতের মধ্যে বেশিরভাগই পুলিশ সদস্য।
পুলিশ এটিকে আত্মঘাতী হামলা হিসেবে ধারণা করছে। তবে কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।
দাতা দরবার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সুফি দরগা। একাদশ শতকে দরগাটি তৈরি হয়। তবে এই প্রথম নয়, এর আগে ২০১০ সালে এই দরগাকে লক্ষ্য করে জঙ্গি হামলা হয়। সেই হামলায় নিহত হয়েছিলেন ৪০ জন।
পবিত্র রমজান উপলক্ষে দরগায় প্রচুর মানুষ হাজির হয়েছিলেন। পাশেই বাজর থাকায় অন্যন্য দিনের মতই ওই অঞ্চলে এদিন সকাল থেকেই ভিড় ছিল। তারই মাঝে ঘটে বিস্ফোরণ। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।