চির নিদ্রায় ভাষাসৈনিক অধ্যক্ষ মনির উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১২:৫১:০৮,অপরাহ্ন ০৩ মে ২০১৯ | সংবাদটি ২৮৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চির নিদ্রায় ভাষা সৈনিক, সিলেট অাইন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ এবং সিলেট জেলা ও দায়রা জজ অাদালতের সাবেক পিপি এডভোকেট মনির উদ্দিন আহমদ। শুক্রবার জুমআ’র নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দরগাহ কবরস্থানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেটের সাবেক পিপি ও সিলেট ল’ কলেজের সাবেক অধ্যক্ষ মনির উদ্দিন আহমদ বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে নগরীর ঝর্নারপাড়স্থ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি দুই ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে আসে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-সহ তাঁর রাজনৈতিক সহযোদ্ধা, আইন অঙ্গনের নেতৃবৃন্দ সবাই ছুটে যান বাসায়। পরিবারের সদস্যদের সান্ত¦না প্রদান করেন তারা।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ শুক্রবার সকাল ১১টা ধেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মনির উদ্দিন আহমদের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে সিলেট সিটি করপোরেশন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, সিলেট জেলা শাখা, মেীলভীবাজার জেলা শাখা, সিলেট জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, সিলেট ল’ কলেজ, কুশিয়ারা ডিগ্রি কলেজ, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখা, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, বাংলাদেশ চা শ্রমিক সংঘ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, স’মিল শ্রমিক সংঘ, মালনীছড়া রাবার শ্রমিক সংঘ, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা অটো-রাইসমিল শ্রমিক ইউনিয়ন, কালীঘাট লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, সিলেট স্টেশন ক্লাব, গোলাপগঞ্জ পল্লীমঙ্গল হাসপাতাল, সিপিবি, গণতন্ত্রী পার্টি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), উদীচী, খেলাঘর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।