শ্রীলঙ্কায় বোমা হামলার মূল হোতা হাশেম নিহত
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:৪১,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪০৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ভয়াবহ সিরিজ বোমা হামলার মূল হোতা হাশেম সাংগ্রি লা হোটেলে হামলার সময় নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিলা সিরিসেনা সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন।
সিরিসেনা বলেন, ‘শ্রীলঙ্কার বিলাসবহুল হোটেলে সঙ্গী ইলহামকে নিয়ে হামলা চালিয়েছেন হাশেম।’
সিসিটিভির ফুটেজ ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি এসব কথা বলেন।
এদিকে শ্রীলঙ্কায় বোমা হামলায় পর থেকেই ৪০ বছর বয়সী হাশেমকে জীবিত ধরতে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি চালিয়েছে।
এদিকে গত মঙ্গলবার হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক এস্টেট (আইএস)।
হামলায় ২৫০ জনের মধ্যে অধিকাংশই শ্রীলঙ্কার খ্রিস্টান নাগরিক। তবে অনন্ত ৩৯ জন বিদেশিও রয়েছেন।
শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ভয়াবহ সিরিজ বোমা হামলায় ৩৫৯ জনের প্রাণহানির ঘটনায় গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতার দায় নিয়ে গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন দেশটির প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো।
এর আগে গত মঙ্গলবার শ্রীলঙ্কার পার্লামেন্টে এক অধিবেশনে দেয়া ভাষণে দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজেবর্ধনে দাবি করেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে সিরিজ বোমা হামলা চালানো হয়েছে।
এর একদিন পরই বুধবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিজেবর্ধনে জানান, ওই হামলায় ৯ জন আত্মঘাতী অংশ নিয়েছিলো। যেখানে এক নারীও ছিল। হামলাকারীদের মধ্যে ৮ মুখোশধারীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত রবিবার (২১ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও দুটি স্থাপনায় সংঘবদ্ধ সিরিজ বোমা হামলায় অন্তত ২৫০ জনের প্রাণহানি হয়। আহত হন আরও অন্তত ৫ শতাধিক লোক। নিহতদের মধ্যে দুই বাংলাদেশিসহ অন্তত ৩৯ জন বিদেশি নাগরিক রয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ৬০ জনকে আটক করেছে শ্রীলঙ্কার পুলিশ।
এদিকে দেশটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কায় সব ক্যাথলিক গির্জা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নৃশংসতম এ হামলার পরিপ্রেক্ষিতে এমন ঘোষণা দেন দেশটির একজন জ্যেষ্ঠ ধর্মযাজক।