শ্রীলঙ্কায় পরিবারের সাথে বেড়াতে যাওয়া শিশু বোমা হামলায় নিহত
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:৩২,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৫৯১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: শ্রীলংকায় বোমা হামলায় বাংলাদেশ থেকে পরিবারের সাথে বেড়াতে যাওয়া এক শিশু নিহত হয়েছে এবং শিশুর পিতা আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত শিশু আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ৮ বছর বয়সী নাতি জায়ান চৌধুরী। এ ঘটনায় আহত হয়েছেন তার জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স।
মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়ে কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। রোববার রাতে পরিবারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার ইস্টার সানডের প্রার্থনার মধ্যে শ্রীলংকার রাজধানী কলম্বো গির্জা ও হোটেল মিলিয়ে ৮টি স্থানে বোমা হামলার ঘটনা ঘটে।
কলম্বোর একটি পাঁচতারা হোটেলে দুই ছেলে ও স্বামীকে নিয়ে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম এমপির মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া।