আগামী ৭ এপ্রিল ঢাকাউত্তর মোহাম্মদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী
প্রকাশিত হয়েছে : ৮:৩১:৫৯,অপরাহ্ন ২৬ মার্চ ২০১৯ | সংবাদটি ৪২৯ বার পঠিত
এম এ হোসেন : বহির্বিশ্বের মাঝে সর্ব প্রথম ঢাকাউত্তর মোহাম্মদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই স্কুলের স্বপ্নদ্রষ্টা, জ্ঞানী গুনী শিক্ষানুরাগীদেরকে যারা তাদের মহামূল্যবান জমি, টাকা, মেধা ও পরিশ্রম দিয়ে আমাদের এই প্রতিষ্ঠান দান করেছেন।
স্বরণ করি সকল শিক্ষক মহোদয় এবং সকল ছাত্র-ছাত্রীদের যারা আজ বিশ্বের বিভিন্ন দেশে চাকুরি, ব্যবসা বাণিজ্য করে জীবনে সফলতার স্বাক্ষর রেখে স্কুলের গৌরব ও অহংকার তুলে ধরে আলীনগর ইউনিয়নকে গৌরবান্বিত করেছেন।
বৃটেনের মাটিতে ঐতিহ্যবাহী ঢাকাউত্তর মোহাম্মদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের গৌরবের ও সফলতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী অায়োজন কে স্বাগত জানাই। প্রবাসে এমন একটি জমকালো মনমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজকবৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
এই মহতী অনুষ্ঠানকে কেন্দ্র করে সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডি. এম. স্কুলের গৌরব অহংকার শিক্ষক মহোদয় ও দেশ ও বিদেশের অসংখ্য অগণিত ছাত্র-ছাত্রীগণের মনে অানন্দের জোয়ার উঠেছে। পঞ্চাশ বছরের হারানো দিনের অবিস্মরণীয় স্মৃতি কে বাচিয়ে রাখতে সুবর্ণ জয়ন্তী আয়োজকবৃন্দ সকল ছাত্র ছাত্রীগনের স্মৃতিচারণমূলক লেখা এবং তাদের ছবি গুলো সুন্দর ঝকঝকে পছন্দসই ম্যাগাজিনে গ্রন্থনা ও প্রকাশনার পরিকল্পনা হাতে নিয়েছে। সকলের অংশ গ্রহণ সকলের আনন্দ উল্লাস কে নিশ্চিত করতে আয়োজকবৃন্দ একটি মনোরম পরিবেশে পার্ক সংলগ্ন বিশাল হলে পরিবার পরিজন বন্ধবান্ধবকে নিয়ে খেলাধুলা, কৌতুক, কবিতা, যেমন খুশি তেমন সাজা সহ সমগ্র দিনের বিচিত্র আনন্দ উল্লাসের আয়োজন করেছে।
দলে দলে ঐক্যবদ্ধ হয়ে দেশ বিদেশের সকল ছাত্র ছাত্রী ও শিক্ষক মহোদয়গন আসুন আপনার আমার সকলের এই মহতী অনুষ্ঠান কে সফল করে তুলুন।
সৌজন্যেঃ এজিআইসিও ইউকে।