ব্রিটেনে গোলাপগঞ্জের খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:৪২,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৮ | সংবাদটি ৫৫৫ বার পঠিত
গোলাপগঞ্জের খেলোয়াড়দের নিয়ে ব্রিটেনে প্রথমবারের মত শুরু হচ্ছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এ উপলক্ষে গত ৪ জুলাই বুধবার পূর্ব লন্ডনের নিউ রোডস্থ মিলেনিয়ামে গোলাপগঞ্জ থানা ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির এক সভা অনুষ্টিত হয়। সভায় আগামী ৯ সেপ্টেম্বর রবিবার ইস্ট লন্ডন ইনভার্সিটির স্পোর্টস হলে গোলাপগঞ্জ থানার প্রথম ব্যাডমিন্টন প্রতিযোগিতা সফল করার জন্য একটি শক্তিশালী স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।
সাবেক কাউন্সিলর ও প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড় হারুন মিয়াকে সভাপতি করে ১২ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন – মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আবুল কালাম আজাদ, আমিনুর রহমান, সুলতান হায়দার (জসিম), শফিক আবদুল্লাহ, সুলতান এমদাদ, শাকিল রহমান, সোরওয়ার হোসেন, লুৎফুর রহমান, সৈয়দ মোহাম্মদ রেজা, সিদ্দিকুর রহমান।
আগামী ৯ সেপ্টেম্বর ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হবে। উক্ত প্রতিযোগিতায় ইউকেতে বসবাসরত গোলাপগঞ্জ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ করে সম্মানিত করা হবে। খেলোয়াড়দের এবং অতিথিদের নিয়ে প্রতিযোগিতার দিন একটি নৈশভোজের আয়োজন করা হবে।
সভায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনার জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আবুল কালাম আজাদ, আমিনুর রহমান, শাকিল রহমান, সুলতান এমদাদ, শফিক আব্দুল্লাহ ও সরওয়ার হোসাইন।
যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জের খেলোয়াড়গণ এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন। ক্যাটাগরি (বি, ডি) এবং (সি, ডি)। প্রয়োজনে কমিটির পক্ষ থেকে পরিবর্তন ও করা হবে। ডি-ক্যাটাগরিতে নিজেকে পেশ করা খেলোয়াড় কমিটি কর্তৃক অনুমোদিত হবে।
খেলার পুরুস্কার হিসাবে থাকবে, প্রথম পুরস্কার নগদ ২ শত পাউন্ড নগদ এবং ট্রফি, দ্বিতীয় পুরস্কার নগদ ১ শত পাউন্ড এবং ট্রফি। তৃতীয় এবং চতুর্থ পুরস্কার শুধুমাত্র ট্রফি।
আয়োজকদের পক্ষ থেকে খেলোয়াড়দের দুপুরের হালকা খাবার এবং রাতে ডিনারের ব্যবস্থা করা হবে।
প্রতিযোগিতায় নাম তালিকাভুক্ত এবং বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন –
সোরয়ার 07931-351414, কালাম 07904-867873, আমিনুর 07534-534203, এমদাদ 07889-28283, শাকিল 07825-298350, লুতফুর, 07960-333744, সিদ্দিক 07957-774985।
প্রতি টিমের জন্য ফী হিসাবে ৪০ পাউন্ড ধার্য করা হয়। আগ্রহী খেলোয়াড়গণ তালিকা ভুক্ত হবার জন্য অনুরোধ করা যাচ্ছে।