২৩ জুলাই সদ্যপ্রয়াত নীলোৎপল বড়ুয়া স্মরণে সার্বজনীন নাগরিক শোকসভা
প্রকাশিত হয়েছে : ৮:০৮:৪০,অপরাহ্ন ১১ জুলাই ২০১৮ | সংবাদটি ১৩৮৭ বার পঠিত
সদ্যপ্রয়াত ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ নীলোৎপল বড়ুয়া স্মরণে সার্বজনীন নাগরিক শোকসভা আগামী ২৩ জুলাই সোমবার বিকাল ৬:৩০ ঘটিকার সময় ব্লুমুন মিডিয়া সেন্টার ৮৮ মাইলএন্ড-এ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
গত ৯ জুলাই সোমবার ব্রিকলেনে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক কমর উদ্দিন। আবজল হোসেন ও মাহমুদুর রহমান শানুরের যৌথ পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- এমরান আহমদ চৌধুরী, আতাউর রহমান আঙ্গুর মিয়া, মাষ্টার তছউর আলী, কামাল উদ্দিন খোকন, আফজল হোসেন চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দিন আহমদ, ফজল মাহমুদ খান, দিলওয়ার হোসেন লেবু, আহমদ হোসেন খান শামীম, রুহুল আমিন রুহেল, নাছিম আহমদ, হেলাল আহমদ, মো: তাজুল ইসলাম, ইয়ামীম রুহুল দিদার ও আনোয়ার শাহজাহান।
সভায় সর্বসম্মতিক্রমে “সার্বজনীন শোকসভা বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়। কমিটির আহবায়ক হলেন, কমর উদ্দিন মাষ্টার, যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান শানুর ও মো: তাজুল ইসলাম এবং প্রচারে আনোয়ার শাহজাহান।
শোকসভা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এমরান আহমদ চৌধুরী, আতাউর রহমান আঙ্গুর মিয়া, তছউর আলী, কামাল উদ্দিন খোকন, মোহাম্মদ শামীম আহমদ, আফজল হোসেন চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দিন আহমদ, ফজল মাহমুদ খান, আবজল হোসেন, দিলওয়ার হোসেন লেবু, নাছিম আহমদ, খালেদ আজিম উদ্দিন জামাল, আহমদ হোসেন খান শামীম, মামুনুর রশীদ খান টেনু, মোহাম্মদ শামীম আহমদ (বারকোট), রুহুল আমিন রুহেল, ইকবাল আহমদ চৌধুরী, সেলিম উদ্দিন চাকলাদার, আব্দুল লতিফ নিজাম, তমিজুর রহমান রঞ্জু, রুহুল কুদ্দুস জুনেদ, আজন উদ্দিন, মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, হেলাল আহমদ, ইয়ামীম রুহুল দিদার, হোসেন জামাল, আরেফ মন্জুর চৌধুরী মিঠু, গোলাম মনোয়ার খান লাকি, আশরাফ হোসেন শফি, দেওয়ান নজরুল ইসলাম, সাদেক আহমদ খান, সুহেল আহমদ (দত্তরাইল), এমাদ আহমদ খান, আব্দুল কাদির (রায়গড়), মাসুদ আহমদ জুয়েল, দেলোয়ার আহমদ শাহান, অলিউর রহমান খান, মোছলেউর রহমান চৌধুরী দীপু, রোমান আহমদ চৌধুরী, আব্দুল বাছির, ফারুক চৌধুরী, মারুফ আহমদ, শাহরিয়ার আহমদ সুমন, বদরুল আলম বাবুল, তারেকুর রহমান ছানু, জাকির হোসেন, খায়রুল ইসলাম কেরল, আসাদ উদ্দিন, ময়নুল ইসলাম, শিয়াব উদ্দিন, কামাল উদ্দিন, মোহাম্মদ শাহ আলম কাসেম, সুহেল আহমদ (নিশ্চিন্ত), সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ, তৌফিক আহমদ টিটু, মুকিতুর রহমান মুকিত, সাহাদাত হোসেন সায়েম, আব্দুল কাদির, কামরুজ্জামান কামরান, মোহাম্মদ শামীম আহমদ।
সভায় আরো ৫ জন সদস্যদের নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সার্বজনীন শোকসভা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ব্রিটেনে অবস্থানরত সদ্যপ্রয়াত নীলোৎপল বড়ুয়া স্যারের ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
@ BLUE MOON CENTRE, 88 Mile End Road, London, E1 4UN