লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকে এর অভিষেক ও ঈদ আনন্দ অনুষ্টান অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ২:৩৫:৪১,অপরাহ্ন ২৭ জুন ২০১৮ | সংবাদটি ৭৯২ বার পঠিত
গত ২৪শে জুন রবিবার লন্ডনের দি রয়েল ব্রিটিশ ভেনু হলে লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকে এর অভিষেক ও ঈদ আনন্দ অনুষ্টান অনুষ্টিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মকসুদ রহমানের পরিচালনায় ট্রাস্টের সভাপতি আব্দুল মুক্তার সাইস্তার সভাপতিত্বে জাবেদ আহমদ নিপুর কোরান তেলাওত এর মাধ্যমে অনুষ্টান শুরু হয় । অনুষ্টানে ট্রাস্টের সভাপতি আব্দুল মুক্তার সাইস্তার স্বাগত বক্তব্যে শেষে উপস্থিত সবার সাথে নতুন কার্যকরি কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনার আব্দুল হক আবু, খালেছ উদ্দিন (সাবেক স্পিকার টাওয়ার হ্যামলেট), আসিক মিয়া ও আলী আহসান খান দিপু।
অনুষ্ঠানে বিলেতে বসবাসরত লালাবাজার ইউনিয়নের সফল ব্যবসায়ী, সমাজসেবী ও কৃতি ছাত্র/ছাত্র-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জিসিএসই এক্সিল্যান্ট স্টুডেন্ট এওর্য়াড প্রাপ্তরা হলেন, আয়শা খান ও ইশতিয়াক জামিল। এক্সিল্যান্ট স্টুডেন্ট এওর্য়া প্রাপ্তরা হলেন, আফরিদা হোসেন ও আরাফাতুল ইসলাম এবং ডাঃ সামস উদ্দিন জাকির-কে একাডেমিক এওর্য়াড প্রদান করা হয়।
উদিয়মান তরুন ব্যবসায়ী এওর্য়াড প্রাপ্তরা হলেন, সামসুল হোসেন, রফিক উদ্দিন ও মিরাজ নানু মিয়া । এবং জনাব, আব্দুল বারী-কে এচিভমেন্ট এওর্য়াড ইন বিজনেস প্রদান করা হয়।
সমাজসেবায় ভুমিকা রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়
জনাব, সোলেমান জেপি, খালেছ উদ্দিন( সাবেক স্পীকার টাওয়ার হ্যামলেট) কাউন্সিলর গৌছ চৌধুরী, ও কাউন্সিলর পিরু মিয়াকে। এবং জুনাব আলী-কে ( মেয়র অফ সুইনডন ) বিশেষ সম্মাননাপ্রদান করা হয় ।
উপস্থিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে ট্রাস্টের প্রকাশিত ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করেন মোহাম্মদ মনির হোসেন । উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুনাব আলী ( মেয়র অফ সুইনডম )অনুভতি প্রকাশ করেন, কৃতিছাত্রী আয়শা খান ও কৃতিছাত্র ইশতিয়াক জামিল। কৃতিছাত্র ডা: সামস উদ্দিন জাকির এর পক্ষে ক্রেস্ট গ্রহন করেন তার পিতা হাবিবুর রহমান সিরাজ এবং সোলেমান জেপি’র পক্ষে ক্রেস্ট গ্রহন করেন শাহেদ, কাউন্সিলর গৌছ চৌধুরী’র পক্ষে ক্রেস্ট গ্রহন করেন বদরুল হক শাহীন, । এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন, কাউন্সিলর রাবিনা খান, কাউন্সিলর পিরু মিয়া, কাউন্সিলর সুফিয়া আলম, রাজিয়া আলী, মোহাম্মদ মনির হোসেন , আব্দুল বারী, আব্দুল আহাদ, আনোয়ার আলী, মোশাহিদ হোসেন, আরশ আলী, রফিক উদ্দিন, শহিদুল ইসলাম, তাকবীর হোসেন দুলাল, এম এ আলী, বদরুল হক শাহীন, লাল মিয়া, ফয়েজ উদ্দিন মাসুদ আহমদ মোমিত, নাছির উদ্দিন, সাদেক আলী, আব্দুল কাইয়ুম সুনেল, এম মোসাইদ খান, শামিম আহমদ, ও আবুল কালাম প্রমুখ। বক্তারা ট্রাস্টের প্রশংসা করেন এবং অগ্রযাত্রা আকমনা করে বিলেতে বসবাসরত সকল লালাবাজারবাসীকে ট্রাস্টের সদস্যপদ গ্রহন করার আহবান জানান। মধ্যহ্নভোঁজের পর সাংস্কৃতিক অনুষ্টান এর মধ্য দিয়ে অনুষ্টান এর সমাপ্তি হয় ।