সিলেট সদর এসোসিয়েশন (উত্তর) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:২১:৫১,অপরাহ্ন ১৫ জুন ২০১৭ | সংবাদটি ৬৯৬ বার পঠিত
গত ১২ই জুন সোমবার সিলেট সদর এসোসিয়েশন উত্তর এর উদ্যেগে ব্রিকলেনের মাসালা রেস্টুরেন্ট এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক ফয়জুল ইসলাম লস্কর এর সভাপতিত্বে ও সদস্যে সচিব শাহিন আহমদ জয়েদের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রায় অর্ধশত সদস্যেবৃন্দ। ইফতার মাহফিলে পবিত্র মাহে রমজানের তা্ৎপর্য ছাড়াও সংগঠনের ব্যাপারে ব্যাপক আলোচনা হয়।
এতে বক্তব্যে রাখেন সেলিম উল্লাহ, শামসুজ্জামান সাবুল, আব্দুস ছত্তার, পারিস আহমদ, জামাল উদ্দিন, সেলিম হোসেন, সাহিন হোসেইন, এলাহি বক্স, সেলিম খাঁন ও শীর্ষবিন্দু সম্পাদক সুমন আহমদ।
সকল বক্তাই তাদের বক্তব্যে তুলে ধরে বলেন, সিলেট সদর এসোসিয়েশন উত্তর একটি অলাভজনক সামজিক সংগঠন হিসেবে কাজ করবে। আর এ ব্যাপারে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন সদস্যেবৃন্দ।
অনুষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ঈদ উল ফিতরের পর সংগঠনের সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ যথাসময়ে সকল সদস্যেদের জানানো হবে।
সিলেট সদর এসোসিয়েশনের উত্তর এর সদস্যে হওয়ার ব্যাপারে যোগযোগ করা যাবে: শাহিন আহমদ জয়েদ, সদস্যে সচিব, 079 3048 9187
– প্রেস বিজ্ঞপ্তি