বহরগ্রাম জনমঙ্গল সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১:১১:৫৭,অপরাহ্ন ১৫ জুন ২০১৭ | সংবাদটি ১৬৭৭ বার পঠিত
বহরগ্রাম জনমঙ্গল সমিতি যুক্তরাজ্য শাখার উদ্যোগে গত ১২ জুন সোমবার পুর্ব লন্ডনে লন্ডনের ক্যানন স্ট্রিট রোডের কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । সংগঠনের আহবায়ক জবরুল ইসলাম লনির সভাপতিত্বে এবং সদ্যস সচিব কয়েছ আহমদ রুহেলে ও জাকারিয়া হোসেন জয়নাল এর পরিচালনায় উক্ত ইফতার মহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বহরগ্রাম জনমঙ্গল সমিতি যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মৌলানা ফয়েজ আহমদ। এসময় মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা আশরাফ উদ্দীন।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সাউথ ইস্ট রিজিওন এর চেয়ারপারসন এবং বাণীগ্রাম বহরগ্রাম হাইস্কুল এডুকেশন্স ট্রাস্ট ইউকের সভাপতি মো: ইসবাহ উদ্দিন, বাংলাদেশ জাতিয় পাটির যুক্তরাজ্য শাখার সভাপতি মুজিবুর রহমান মুজিব, কালিজুরি প্রভাতি সংঘের প্রতিষ্টাতা সদস্য ও সাবেক সাধারন সম্পাদক আব্দুল আজিজ ফারুক, বহরগ্রাম জনমঙ্গল সমিতি যুক্তরাজ্য শাখার প্রতিষ্টাতা সদস্য ছয়ফুল ইসলাম, বহরগ্রাম জনমঙ্গল সমিতি যুক্তরাজ্য শাখার প্রধান উপদেষ্টা আব্দুল হাফিজ মনিয়া, বহরগ্রাম জনমঙ্গল সমিতি বাংলাদেশ শাখার সাবেক সভাপতি আব্দুল মজিদ, বহরগ্রাম জনমঙ্গল সমিতির যুক্তরাজ্য শাখার যুগ্ন-আহবায়োক রফিক উদ্দিন মাসুক, যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান সুহেল, যুগ্ম-আহবায়ক মনসুর আহমদ মজনু, আফরুজ মিয়া শাহিন, আজিজুর রহমান, কয়ছর উদ্দীন, মিছবা উদ্দীন, বাহার উদ্দীন, টুনু মিয়া, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সভাপতি ফজলুল হক ফজলু, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট এর সাধারন সম্পাদক মকন মিয়া, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন টাষ্টের সাবেক সভাপতি ময়না মিয়া, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর সাবেক স্পিকার রাজিব আহমদ, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল কাদির হাছনাত, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট এর সাবেক সাধারন সম্পাদক জয়নাল উদ্দীন, বাগিরঘাট ভিলেজ ট্রাস্টের সভাপতি মাইজ উদ্দীন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্টের সহ-সভাপতি ইকবাল হুসেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সহ-সভাপতি নাহিন মাহমুদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের টাষ্টিশিপ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, মো: জালাল উদ্দীন, শাজাহান আহমদ সাজান, কবির আহমদ বাদশাহ , মারুফ আহমদ, ফয়ছল আহমদ, মুমিদুল ইসলাম ডালিম, আলম আহমদ, মাহবুব আলোম, এমদাদ রহমান, জামাল উদ্দীন, ফয়ছল আহমদ, আলী আসকর, ফখরুল ইসলাম, কিবরিয়া আহমদ, ইকবা আহমদ, ফয়জুর রহমান, সাবিক আহমদ, ফইজ উদ্দীন, ফয়জুল আহমদ, মাফিক উদ্দিন মাফিক, জুবের আহমদ, ইমরান হুসেন, শামিম আহমদ, কালাম উদ্দিন, মো: তারেক আহমদ, মো: সায়দুল আলোম, মো: মিজানুর রহমান, দিলাল আহমদ, শিমুল চৌধুরী, আরাফাত রহমান বিজয়, জাহেদ আহমদ, বিলাল আহমদ, জামাল খালেদ, কিবরিয়া ইসলাম, রাসেল আহমদ জুহেল, জনমঙ্গল সমিতির কোষাধক্ষ মামুনুর রশিদ মামুন, মনজুর আহমদ, জাকারিয়া আহমদ, আবিদুর রহমান সুহেল, মো: নাজিম রহমান, জাহিদ আহমদ, শামিম উদ্দীন , জামাল জাহিদ, সায়িদ আহমদ, সাহেদ আহমদ, আবিদ আহমদ আবিদ, সফিউল আলম সুমন, জুনেদ আহমদ , ফয়জুল হুসাইন, মাহফুজ আহমদ মাহি, রাইয়ান ইসলাম প্রমুখ।