ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন: টিউলিপ আবারও এমপি
প্রকাশিত হয়েছে : ৪:০৮:৪৮,অপরাহ্ন ০৯ জুন ২০১৭ | সংবাদটি ৯৭০ বার পঠিত
হ্যামষ্টেড এন্ড কিলবার্ণ ভোট গণনা কেন্দ্র, কেমডেন থেকে: বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী, শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দীক দ্বিতীয় বারের মত ব্রিটিশ এমপি নির্বাচিত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় লন্ডনের কেমডেন ভোট গণনা কেন্দ্রের রিটার্নিং অফিসার টিউলিপকে এমপি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। ৩৪ হাজারেরও বেশি ভোট পেয়ে টিউলিপ তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি টোরি দলীয় প্রার্থি ক্লেয়ার লুইজ লিল্যান্ড এর চেয়ে প্রায় ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন। ফল ঘোষণার সময় গণনা কেন্দ্রে টিউলিপের মা শেখ রেহানা, ভাই রেজোয়ান সিদ্দীক ববি, বোন রুপন্থী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, যুগ্ন সম্পাদক ও টিউলিপের অন্যতম প্রধান নির্বাচনী ক্যাম্পেইনার আনোয়ারুজ্জামান চৌধুরী, মতছির চৌধুরী জনি, জামাল খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর রিটার্নিং অফিসার ও প্রতিদ্বন্ধি প্রার্থিদের পাশে নিয়ে টিউলিপ তাঁর প্রতিক্রিয়ায় তার বিজয়ে ব্রিটিশ জনগনের পাশাপাশি বাংলাদেশী তথা সিলেটি কমিউনিটির অবদানের কথা স্মরণ করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের নির্বাচনে প্রথম এমপি হিসেবে হাউস অফ কমন্সে প্রবেশ করেন টিউলিপ সিদ্দিক। পার্লামেন্টে প্রবেশের পর পরই লেবার পার্টির উদীয়মান তারকাখ্যাতি পান বাংলাদেশী বংশোদ্ভূত বাংলাদেশের জনকের নাতনী এই ব্রিটিশ এমপি। ব্রিটেনের বিভিন্ন জাতীয় ইস্যুতে পার্লামেন্টে তাঁর ঝাঁঝালো বক্তব্য সেরা দশ বক্তার খ্যাতিও এনে দেয় টিউলিপকে। সৌজন্যে:সত্যবাণী।