ভাষা টাকে আমাদের আগলে রাখতে হবে প্রবাসে — ডক্টর মুরাদ খান ঠাকুর
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:৪৮,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২৪ | সংবাদটি ৬৪৩ বার পঠিত
জুয়েল সাদত :
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের আন্ত:র্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় গত ২০ ফেব্রুয়ারী আহমদ রেষ্টুরেন্ট রাত ৯ টায়।
জাতীয় সংগীতের মাধ্যমে ভাষা দিবসের শুভ সুচনা হয়। সমবেত অতিথিরা সবাই অমর একুশের গান পরিবেশন করেন।
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন সেন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজিম উল্লাহ লিটনের পরিচালায় একুশের উপর আলোচনায় প্রধান অতিথি ডা: মুরাদ খান ঠাকুর বলেন, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা আজ বিশ্বে সমাদৃত। এই ভাষাটার জন্য জীবন দিতে হয়েছিল, আজ এই ভাষা বিশ্বে অনন্য মর্যাদায় স্থান পেয়েছে। আমাদের বাংলা ভাষার চর্চা করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে মুক্তিযোদ্ধা শামীম মৃধা বলেন, বাংলা ভাষা আমাদের গৌরবের ও অহংকারের। আমাদের ভাষাটাকে আন্তর্জাতিক পয়ায়ে ছড়িয়ে দিতে হবে। আজ নানা ভাবে ভাষার সুষ্ট চর্চা হচ্ছে না।
অন্যান্যদের মধ্য বক্তব্যে রাখেন জনাব সাবেক সভাপতি কাজী আসিফ সুকন, সাংবাদিক ও কমিউনিটি একটিভিস্ট জুয়েল সাদত ও জননেতা বাহার হোসেন। বক্তারা বাংলাভাষাকে যথাযথ ব্যবহারের আহবান জাবান। বক্তারা প্রবাসী নতুন প্রজন্ম যাতে বাংলা ভাষাটাকে ধরে রাখতে পারে তার পরিবার ও বাংলাদেশ সরকারকে এগয়ে আসার আহবান জানান।
সভাপতির বক্তব্য আনোয়ার হোসেন সেন্টু বলেন, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর দায়িত্ব থেকে দীর্ঘদিন থেকে ভাষা দিবস পালন করে আসছে। আগামীতেও তা অব্যাহত থাকবে।
অনুষ্টানে দেশের গান পরিবেশন করেন, সাব্বির রহমান,সায়েমা সাব্বির, জিলানী ও জাহেদ নুর। জনপ্রিয় দেশের গান গুলো উপস্থিত সকলকে আবেগ আপ্লুত করে তুলে।
রাত ১২ টায় অস্থায়ী শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশ সমিতি, প্রবাসের নিউজ ডট কম, শরিয়তপুর সমিতি, নোয়াখালী সমিতি, আহমেদ রেষ্টুরেন্ট সহ নানা শ্রেনী ও পেশার প্রবাসীরা।
উল্লেখ্য সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগ বিগত ১৯ বছর যাবত মহান একুশে ফেব্রুয়ারী একক ভাবে পালন করে আসছে।
অনুস্টানের শেষ পর্যায়ে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজিমউল্লাহ লিটন আগত সকল অতিথিদের ধন্যবাদ জানান ও ওরলান্ডোতে একটি স্থায়ী শহিদ মিনার তৈরীতে সকলের সহযোগীতা কামনা করেন।।