বার্মিংহাম শহরে টিপু-মাসুক-মিকাঈল পরিষদের নির্বাচনী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১:০৪:১৪,অপরাহ্ন ০৭ জুন ২০২৩ | সংবাদটি ৪৪৯ বার পঠিত
আমাদের প্রতিদিন রিপোর্ট:
গত ৬ই জুন মঙ্গলবার বিকাল ৭.৩০ টার সময় বার্মিংহাম শহরের বজলীগ্রিন এলাকায় বৃটিশ বাংলা সোসিয়েল ক্লাবে বার্মিংহাম ও মিডল্যান্ড এলাকায় বসবাসরত গোলাপগঞ্জের নাগরিকদের সাথে টিপু-মাসুক-মিকাঈল পরিষদের প্রথম নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মিডল্যান্ড কমিউনিটির অতি পরিচিত প্রবীণ সমাজকর্মী লুৎফুর রহমান চৌধুরী। সভাটি যৌথভাবে পরিচালনা করেন গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের অন্যতম সদস্য রেজাউল ইসলাম বিল্লাহ ও বাবরুল হুসেইন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মিডল্যান্ড কমিউনিটির তরুন সমাজকর্মী আজিজুর রহমান।
লন্ডন থেকে উক্ত প্যানেলের পরিচালনা কমিটির প্যানেল চেয়াম্যান সৈয়দ নজরুল ইসলাম এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বর্তমান নির্বাহী কমিটির প্রধান উপদেষ্ঠা শাহাজান চৌধুরী সহ প্যানেলের সম্ভাব্য সভাপতি প্রার্থী এমদাদ হুসেইন টিপু, সাধারণ সম্পাদক প্রার্থী মাসুক আহমদ এবং কোষাধক্ষ্য প্রার্থী মিকাঈল চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন হেলপিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সভাপতি ফেরদৌস আলম, সাবেক সভাপতি হাজী বেলাল হুসেইন, সাবেক সাধারণ সম্পাদক শাব্বির আহমদ সাহেদ, সহ-সাধারণ সম্পাদক আলী হসেইন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মুহিবুল হক, সাবেক ক্রীড়া সম্পাদক রোমান আহমদ চৌধুরী, প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক জহুরূল ইসলাম সামুন, মেম্বারশীপ সম্পাদক ইকবাল হুসেইন, সমাজকর্মী ও ব্যাংকার সোয়েব আহমদ সহ আরো অনেক।
সভায় গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর বর্তমান র্কাযক্রম, আর্থিক, সামাজিক এবং ভৌগলিক অবস্থান সর্ম্পকে একটি পূর্ণ বিবরণ তুলে ধরেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর সাবেক সভাপতি ফেরদৌস আলম। বৃটিশ বাংলা সোশ্যাল ক্লাবের সভাপতি মস্তফা লিমন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর কার্যক্রম শুনে সংগঠনের ভূয়সী প্রশংসা করেন। তিনি গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সদস্যপদ নেয়ার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ জানানা। তিনি সংগঠনের কার্যক্রম স্বাস্থ্য ও শিক্ষাসেবা সম্প্রসারণ করার পরামর্শ প্রদান করেন। সভায় উপস্থিত সকলেই টিপু-মাসুক-মিকাঈল প্যানেলকে বার্মিংহাম থেকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দিয়ে অনেকেই সদস্যপদের জন্য আবেদন করেন।
সভায় গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম উপস্থিত সদস্যগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সকলের পরামর্শ আগামীতে প্রস্তাব আকারে নিয়মতান্ত্রিক ভাবে পরিবেশন করবেন বলে আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত সদস্যগণের মধ্যে আরো বক্তব্য রাখেন আব্দুল জলিল জুয়েল, আব্দুল মালিক, কামাল হেসেইন, আলী হুসেইন, আলীউর রহমান, বাবরুল ইসলাম, বেলাল হুসেইন, বুলবুল চৌধুরী, ইফতেখার আহমদ তারেক, ইকবাল হুসেইন, জাবেদ আহমদ, জাকির হুসেইন, জামিল আহমদ, কাজি শাহজানুল মুমিন, এম ছায়াদ আহমদ, অলউর রহমান, মোহাম্মদ এনামুর রহমান এনু, মুমিনুল হক চৌধুরী, নাসিম আহমদ সাজন, অলী ওয়াদুদ, রেজাউল করিম চৌধুরী, রুমান আহমদ চোধূরী, রেজি করিম, সাদিক আহমদ সাহেদ, ছৈয়দ নাদির আহমদ, শাহেদ রহমান, তাজুল ইসলাম খান, তারেক হুসেইন সহ আরও অনেক। বক্তারা বার্মিংহামের সাথে সংগঠনের আরও নিবিড় সর্ম্পক স্থাপনের জন্য উদাত্ত আহব্বান জানান।
সভায় সভাপতি প্রার্থী এমদাদ হুসেইন টিপু, সাধারণ সম্পাদক প্রার্থী মাসুক আহমদ এবং কোষাধক্ষ্য প্রার্থী মিকাঈল চৌধুরী উপস্থিত সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন। সভায় সকল প্রকারের পরামর্শমুলক প্রস্তাবাদি নির্বাচিত হলে বিবেচনায় নিবেন বলে আশ্বাস প্রদান করেন। এরপর টিপু-মাসুক-মিকাঈল পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দ নজরুল এবং সাবেক প্রধান নির্বচন কমিশনার শাহাজান চৌধুরী বার্মিংহামের উপস্থিত সকল সদস্যগণকে সুন্দর সাবলীল এবং চমৎকার একটি সভার আয়োজন করার জন্য টিপু-মাসুক-মিকাঈল পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন।
আনুমানিক রাত ১১ঘটিকার সময় সভাপতি সভার সকলকে উনার আবেগাপ্লুত আনন্দ কন্ঠে আন্তরিক অভিবাদন ও সংগঠনের উত্তরোত্তর সম্বৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।