সিরিয়ায় রাসায়নিক হামলায় নিহত ৩৫
প্রকাশিত হয়েছে : ১:১৬:০১,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০১৭ | সংবাদটি ৭২২ বার পঠিত
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে বিমান থেকে চালানো রাসায়নিক হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে চালানো এ হামলা চালানো হয়।
নিহতদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। হামলার পর অনেক লোকের শ্বাসরুদ্ধ হয়ে যায় এবং বেহুঁশ হয়ে পড়েন। এ সময় তাদের মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছেন।
তবে বিদ্রোহী সমর্থিত একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মঙ্গলবার চালানো ওই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা দেড় শতাধিক।